Ajker Patrika

যত যা-ই করুক তারা জনগণের ম্যান্ডেট পাবে না: পাটমন্ত্রী 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ২০: ৩৪
যত যা-ই করুক তারা জনগণের ম্যান্ডেট পাবে না: পাটমন্ত্রী 

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘যত যা-ই করুক তারা জনগণের ম্যান্ডেট নিতে পারবে না। জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে। আওয়ামী লীগের সঙ্গে থেকে জনগণ কাজ করে যাচ্ছে। বিএনপি-জামায়াত যাতে জনগণের ক্ষতি করতে না পারে সে জন্য আমরা মাঠে আছি।’ 

আজ বৃহস্পতিবার রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অবরোধবিরোধী পথসভা ও মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সমাবেশে মন্ত্রীর ছেলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মর্তুজা পাপ্পাও বক্তব্য দেন। 

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘অবরোধে জনগণের সাড়া নেই। বিএনপি-জামায়াত যেন কোনো নৈরাজ্য করতে না পারে, সে জন্য আমরা রাস্তায় আছি।’ 

গোলাম মর্তুজা পাপ্পা বলেন, ‘রাস্তায় দিনের বেলায় আসুন, চোরাগোপ্তা হামলা করে জনগণের সম্পদ নষ্ট করে কোনো লাভ হবে না। সংবিধান অনুযায়ী জানুয়ারিতে নির্বাচন, আপনারা সংবিধানকে অবহেলা করছেন। জনগণের সম্পদ ধ্বংস করছেন।’ 

তিনি আরও বলেন, ‘আপনারা অবৈধ অবরোধ দিয়েছেন, কিন্তু জনগণ তা মানেনি। যদি আপনারা কোনো সম্পদ ধ্বংস করেন, যদি কোনো শিশুর ভবিষ্যৎ নষ্ট করেন তাহলে প্রতিরোধের জন্য আমরাই যথেষ্ট।’ 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, মাহবুর রহমান মেহের, জেলা পরিষদের সদস্য আনছর আলী, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাস, ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি কামরুল ইসলাম তুহিন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেস, উপজেলা আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান হাবিব, ফিরোজ ভূঁইয়া, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদ মোল্লা, তারাব পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম মনির প্রমুখ। 

পরে একটি বিক্ষোভ মিছিল পূর্বাচলের জয়বাংলা চত্বর, শুমু মার্কেট, কাঞ্চন ব্রিজ ও মুড়াপাড়া এলাকা প্রদক্ষিণ করে। এতে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত