Ajker Patrika

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অবৈধ নিয়োগ বাতিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অবৈধ নিয়োগ বাতিলের নির্দেশ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) উপাচার্য শহীদুর রহমান খানের পরিববারসহ সব অবৈধ নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রণালয়। 

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলমের সই করা এক চিঠিতে উপাচার্যকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

চিঠিতে বলা হয়, তদন্ত কমিটির নিকট উপাচার্য নিজেই স্বীকার করায় তাঁর পরিবারের সদস্য ও আত্মীয় ৯ জনের নিয়োগ বাতিল করার ব্যবস্থা গ্রহণ করতে। একই সঙ্গে ‘বিষয় বিশেষজ্ঞ’ ছাড়া একই ব্যক্তিদের দিয়ে বাছাই বোর্ড গঠন করে ২০টি বিষয়ে নিয়োগ দেওয়া ৭৩ জন শিক্ষকের নিয়োগ বাতিল করতে হবে। এ ছাড়া যে নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে উপাচার্যের স্ত্রী অধ্যাপক পদে আবেদন করেছেন সেটিও বাতিল করতে হবে। 

এ ছাড়া চিঠিতে ভবিষ্যতে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ এবং বিষয় বিশেষজ্ঞ ছাড়া বাছাই বোর্ড গঠন না করার নির্দেশ দেওয়া হয়েছে। 

জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্তে বিশ্ববিদ্যালয়টিতে নিয়োগে অনিয়মের নানা চিত্র উঠে আসে। ওই তদন্তের আলোকেই অবৈধ নিয়োগ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। 

২০১৫ সালে জাতীয় সংসদে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। ২০১৮ সালের সেপ্টেম্বরে উপাচার্য হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদুর রহমান খানকে নিয়োগের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত