Ajker Patrika

জাল সনদে সভাপতির পদ গেল বিএনপি নেতার, অধ্যক্ষকে শোকজ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ১৫
শাহজাহান ফকির। ছবি: সংগৃহীত
শাহজাহান ফকির। ছবি: সংগৃহীত

জাল সনদ জমা দেওয়ার অভিযোগে গাজীপুরের শ্রীপুরে বরমী ডিগ্রি কলেজের সভাপতি শাহজাহান ফকিরের পদ স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।

একই সঙ্গে সনদ যাচাই ছাড়া কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে তাঁর নাম প্রস্তাব করায় কলেজ অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশন আরা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সভাপতির একাডেমিক সনদের সমস্যা থাকায় তাঁর পদ স্থগিত করা হয়েছে এবং শোকজ করা হয়েছিল। আমরা যথাসময়ে এর জবাবও দিয়েছি।’

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত শাহজাহান ফকির উপজেলা বিএনপির বর্তমান সভাপতি। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে বরমী ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করে। এরপর তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

সেলিম নামের স্থানীয় এক ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তাঁর সনদ নিয়ে আপত্তি জানিয়ে আবেদন করেন। পরে যাচাই-বাছাই করে তাঁর পদ স্থগিত করা হয়।

এ বিষয়ে কথা বলতে বিএনপি নেতা শাহজাহান ফকিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত