Ajker Patrika

রিকশাশ্রমিকদের অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৯
রিকশাশ্রমিকদের অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিতের দাবি

রিকশাশ্রমিকদের অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত এবং পৃথক সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করার দাবি জানিয়েছেন জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনগুলোর রিকশাশ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। আজ শুক্রবার সকালে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহযোগী জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনগুলোর রিকশাশ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত র‍্যালি-পূর্ববর্তী সমাবেশে বক্তারা এ দাবি জানান। 

র‍্যালিটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু করে মৎস্য ভবন হয়ে কদম ফোয়ারায় গিয়ে শেষ হয়। 

রিকশাশ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই জানিয়ে সমাবেশে বক্তারা জানান, তাঁরা অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক হিসেবে পরিচিত। প্রতিনিয়ত তাঁরা অসম্মানজনক আচরণের শিকার হন। রিকশাশ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোনো  স্বীকৃতি না থাকায় তাঁরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত। 

এ সময় বক্তারা ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে সরকারের নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহার এবং নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকসহ যান্ত্রিক যানবাহনের লাইসেন্স প্রদানের আহ্বান জানান। 

সমাবেশ থেকে নেতৃবৃন্দ রিকশাশ্রমিকদের চালক লাইসেন্স প্রদান করা, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত রিকশা শ্রমিকদের তালিকা তৈরি করে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা, চলমান টিকা কার্যক্রমে অগ্রাধিকার ভিত্তিতে রিকশা শ্রমিকদের অন্তর্ভুক্ত করা, টোকেন প্রথা বাতিল করে রিকশা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার দাবি জানান। 

জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসানের নেতৃত্বে র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী, জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি মো. আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল, বিলস্ পরিচালক কোহিনূর মাহমুদসহ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত