Ajker Patrika

নাসিক নির্বাচন: ভোট দিলেন তৃতীয় লিঙ্গের ৪ ভোটার

রাশেদ নিজাম, নারায়ণগঞ্জ থেকে
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৪: ০৬
নাসিক নির্বাচন: ভোট দিলেন তৃতীয় লিঙ্গের ৪ ভোটার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। এর মধ্যে ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ জন। পুরুষ ও নারী ভোটার যোগ দিলে মোট ভোটারসংখ্যা থেকে চারজন কম হবে। এই চারজন হলেন তৃতীয় লিঙ্গের মানুষ। তাঁরা এবারই প্রথম নাসিক নির্বাচনে ভোট দিয়েছেন। 

চারজনের মধ্যে দুজন মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। তাঁদের নাম প্রিয়া ও লিমা। আর বাকি দুজন সন্ধ্যা ও রুবিনা ভোট দিয়েছেন সিদ্ধিরগঞ্জ এলাকার মিজিমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে। 

ভোট দেওয়া শেষে লিমা ও প্রিয়া বলেন, ‘জীবনে ভোট দিতে পারব ভাবি নাই। অনেক কষ্ট হইল। তবে আমরাও যে মানুষ এইটা বুঝলাম।’ 

সন্ধ্যা ও রুবিনা ভোট দিয়ে বলেন, ‘হিজড়া জনগোষ্ঠীর আরও ভোটার রয়েছেন। তবে তারা এখনো মহিলা হিসেবে নিবন্ধিত রয়েছেন। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে নিজস্ব পরিচয়ে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা।’

সন্ধ্যা বলেন, ‘ভোট দিতে আসতে কোনো সমস্যা হয়নি। ইভিএম অনেক কঠিন হবে ভেবেছিলাম, কিন্তু এটা অনেক সহজ আর সুবিধাজনক।’

রুবিনা বলেন, ‘আমরা যদি মানুষের জন্য ভালো কিছু করতে পারি, তাঁদের পাশে দাঁড়াতে পারি, মায়া-মহব্বত দেখাতে পারি, তাহলে ভবিষ্যতে আমরাও জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।’   

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত