রাশেদ নিজাম, নারায়ণগঞ্জ থেকে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। এর মধ্যে ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ জন। পুরুষ ও নারী ভোটার যোগ দিলে মোট ভোটারসংখ্যা থেকে চারজন কম হবে। এই চারজন হলেন তৃতীয় লিঙ্গের মানুষ। তাঁরা এবারই প্রথম নাসিক নির্বাচনে ভোট দিয়েছেন।
চারজনের মধ্যে দুজন মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। তাঁদের নাম প্রিয়া ও লিমা। আর বাকি দুজন সন্ধ্যা ও রুবিনা ভোট দিয়েছেন সিদ্ধিরগঞ্জ এলাকার মিজিমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে।
ভোট দেওয়া শেষে লিমা ও প্রিয়া বলেন, ‘জীবনে ভোট দিতে পারব ভাবি নাই। অনেক কষ্ট হইল। তবে আমরাও যে মানুষ এইটা বুঝলাম।’
সন্ধ্যা ও রুবিনা ভোট দিয়ে বলেন, ‘হিজড়া জনগোষ্ঠীর আরও ভোটার রয়েছেন। তবে তারা এখনো মহিলা হিসেবে নিবন্ধিত রয়েছেন। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে নিজস্ব পরিচয়ে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা।’
সন্ধ্যা বলেন, ‘ভোট দিতে আসতে কোনো সমস্যা হয়নি। ইভিএম অনেক কঠিন হবে ভেবেছিলাম, কিন্তু এটা অনেক সহজ আর সুবিধাজনক।’
রুবিনা বলেন, ‘আমরা যদি মানুষের জন্য ভালো কিছু করতে পারি, তাঁদের পাশে দাঁড়াতে পারি, মায়া-মহব্বত দেখাতে পারি, তাহলে ভবিষ্যতে আমরাও জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।’
আরও পড়ুন:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। এর মধ্যে ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ জন। পুরুষ ও নারী ভোটার যোগ দিলে মোট ভোটারসংখ্যা থেকে চারজন কম হবে। এই চারজন হলেন তৃতীয় লিঙ্গের মানুষ। তাঁরা এবারই প্রথম নাসিক নির্বাচনে ভোট দিয়েছেন।
চারজনের মধ্যে দুজন মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। তাঁদের নাম প্রিয়া ও লিমা। আর বাকি দুজন সন্ধ্যা ও রুবিনা ভোট দিয়েছেন সিদ্ধিরগঞ্জ এলাকার মিজিমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে।
ভোট দেওয়া শেষে লিমা ও প্রিয়া বলেন, ‘জীবনে ভোট দিতে পারব ভাবি নাই। অনেক কষ্ট হইল। তবে আমরাও যে মানুষ এইটা বুঝলাম।’
সন্ধ্যা ও রুবিনা ভোট দিয়ে বলেন, ‘হিজড়া জনগোষ্ঠীর আরও ভোটার রয়েছেন। তবে তারা এখনো মহিলা হিসেবে নিবন্ধিত রয়েছেন। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে নিজস্ব পরিচয়ে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা।’
সন্ধ্যা বলেন, ‘ভোট দিতে আসতে কোনো সমস্যা হয়নি। ইভিএম অনেক কঠিন হবে ভেবেছিলাম, কিন্তু এটা অনেক সহজ আর সুবিধাজনক।’
রুবিনা বলেন, ‘আমরা যদি মানুষের জন্য ভালো কিছু করতে পারি, তাঁদের পাশে দাঁড়াতে পারি, মায়া-মহব্বত দেখাতে পারি, তাহলে ভবিষ্যতে আমরাও জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।’
আরও পড়ুন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ আটক করে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি, মগড়সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি, সিকদারপাড়া, কাঠিপাড়া, বহরমপুরসহ ১০ টিরও বেশি গ্রামে ভয়াবহভাবে ভাঙছে সুগন্ধা নদী। ভাঙনে হাজার হাজার মানুষ হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, পান বরজ ও কোটি কোটি টাকার সম্পদ।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে