Ajker Patrika

নগরবাসীর অংশগ্রহণে ঢাকা উত্তরে ডেঙ্গু রোগী কম: ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নগরবাসীর অংশগ্রহণে ঢাকা উত্তরে ডেঙ্গু রোগী কম: ডিএনসিসি মেয়র

নগরীর সুস্থ পরিবেশ নিশ্চিত করতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় নগরবাসীর স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। আর এই আন্দোলনের ফলেই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। এ দাবি করেছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম। 

আজ বুধবার দুপুরে নগর ভবনে ডিএনসিসি’র বিভিন্ন এলাকার খোঁজ-খবর নিতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এবং ‘তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন’এই স্লোগান বাস্তবায়নের মাধ্যমে চলমান সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান তিনি। 

এই দিন এডিসের বিরুদ্ধে ডিএনসিসির চলমান অভিযানে ১২টি মামলায় পাঁচ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। এডিসের লার্ভা পাওয়ায় গুলশানের কনকর্ড আইকে টাওয়ারকে ৪ লাখ এবং এইচএসবিসি ব্যাংককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ২ নম্বর অঞ্চলে ৬টি মামলায় ৩৯ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলের ইন্দিরা রোড ও পূর্ব রাজাবাজার এলাকায় ২টি মামলায় ৩০ হাজার টাকা এবং ১০ নম্বর অঞ্চলে ২টি মামলায় আরও ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চলমান অভিযান প্রসঙ্গে মেয়র আতিকুল বলেন, ব্যক্তিগত, সরকারি কিংবা বেসরকারি সব স্থাপনায় অভিযান চালানো হচ্ছে। এডিসের লার্ভা পাওয়া গেলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ নেওয়া হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত