গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী মিছিলে বিএনপি নেতার নেতৃত্বে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এতে মাদকবিরোধী গণসমাবেশ পণ্ড হয়ে যায়।
আজ সোমবার বিকেলে উপজেলার বরমী বাজারের কেন্দুয়া সেতুর দক্ষিণ পাশে এ হামলা চালানো হয়। মারধরে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহতরা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী। তাঁদের মধ্যে কয়েকজন হলেন- বরমী ইউনিয়ন যুবদলের সদস্য ওয়াদুদ, সেলিম, সিরাজুল ইসলাম, কবির হোসেন, শাহীন, দেলোয়ার ও হামিদ। অভিযুক্ত মো. রাসেল মোড়ল বরমী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।
উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এমদাদ প্রধান বলেন, ‘নাগরিক কমিটির আয়োজনে মাদক ও সন্ত্রাসবিরোধী গণসমাবেশে যাওয়ার জন্য সাধারণ মানুষসহ বিএনপির নেতা-কর্মীদের নিয়ে মিছিলসহকারে বরমী বাজার মুক্তমঞ্চের অভিমুখে রওনা করি। মিছিলটি কেন্দুয়া ব্রিজে পৌঁছামাত্র রাসেল মোড়লের নেতৃত্ব অর্ধশতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে হামলা করে মারধর শুরু করে। এ সময় আমাদের ১০-১৫ নেতা-কর্মী এবং সাধারণ মানুষ আহত হয়।’
গাজীপুর জেলা যুবদলের সাবেক সাহিত্যবিষয়ক সম্পাদক মাজাহারুল ইসলাম অভিযোগ করেন, ‘রাসেল মোড়লের মাদকের ব্যবসা রয়েছে। তাঁর স্বার্থে আঘাত লাগার কারণে তিনি মাদকবিরোধী সমাবেশে হামলা করেছেন।’
তবে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোড়ল বলেন, ‘আমি মাদকের বিরুদ্ধে মিছিল করছি। হামলার বিষয়ে আমি বলতে পারব না। এ রকম ঘটনা ঘটেছে, তবে কে হামলা করছে আমি জানি না।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ‘অনুষ্ঠানে অতিথি হিসেবে পুলিশ সুপারের নাম ছিল। কিন্তু সময়-সুযোগ না থাকায় তাঁর অনুষ্ঠানে যাওয়া হয়নি। হামলার বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত বলতে পারব।’
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী মিছিলে বিএনপি নেতার নেতৃত্বে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এতে মাদকবিরোধী গণসমাবেশ পণ্ড হয়ে যায়।
আজ সোমবার বিকেলে উপজেলার বরমী বাজারের কেন্দুয়া সেতুর দক্ষিণ পাশে এ হামলা চালানো হয়। মারধরে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহতরা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী। তাঁদের মধ্যে কয়েকজন হলেন- বরমী ইউনিয়ন যুবদলের সদস্য ওয়াদুদ, সেলিম, সিরাজুল ইসলাম, কবির হোসেন, শাহীন, দেলোয়ার ও হামিদ। অভিযুক্ত মো. রাসেল মোড়ল বরমী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।
উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এমদাদ প্রধান বলেন, ‘নাগরিক কমিটির আয়োজনে মাদক ও সন্ত্রাসবিরোধী গণসমাবেশে যাওয়ার জন্য সাধারণ মানুষসহ বিএনপির নেতা-কর্মীদের নিয়ে মিছিলসহকারে বরমী বাজার মুক্তমঞ্চের অভিমুখে রওনা করি। মিছিলটি কেন্দুয়া ব্রিজে পৌঁছামাত্র রাসেল মোড়লের নেতৃত্ব অর্ধশতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে হামলা করে মারধর শুরু করে। এ সময় আমাদের ১০-১৫ নেতা-কর্মী এবং সাধারণ মানুষ আহত হয়।’
গাজীপুর জেলা যুবদলের সাবেক সাহিত্যবিষয়ক সম্পাদক মাজাহারুল ইসলাম অভিযোগ করেন, ‘রাসেল মোড়লের মাদকের ব্যবসা রয়েছে। তাঁর স্বার্থে আঘাত লাগার কারণে তিনি মাদকবিরোধী সমাবেশে হামলা করেছেন।’
তবে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোড়ল বলেন, ‘আমি মাদকের বিরুদ্ধে মিছিল করছি। হামলার বিষয়ে আমি বলতে পারব না। এ রকম ঘটনা ঘটেছে, তবে কে হামলা করছে আমি জানি না।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ‘অনুষ্ঠানে অতিথি হিসেবে পুলিশ সুপারের নাম ছিল। কিন্তু সময়-সুযোগ না থাকায় তাঁর অনুষ্ঠানে যাওয়া হয়নি। হামলার বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত বলতে পারব।’
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় অন্তত ৭৪টি মামলার তদন্ত করছে পুলিশের বিশেষায়িত ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। ময়নাতদন্ত না হওয়ায় হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা কিছুটা বিপাকে পড়ছেন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে অভ্যন্তরীণ রুটে সফলতার পর এবার আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে নবীন ও উদীয়মান বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রা। এই লক্ষ্যে এয়ারবাসের চারটি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে এয়ারলাইনসটি। বহরে উড়োজাহাজ যুক্ত হওয়া সাপেক্ষে চলতি বছরের শেষ নাগাদ প্রচলিত আঞ্চলিক...
৩ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় মরা তিস্তা নদীর ওপর সেতু নির্মাণ নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। খুঁটি নির্মাণের পর চার বছর পেরিয়ে গেলেও অর্থাভাবে সেতুর বাকি নির্মাণকাজে হাত দেওয়া হয়নি। এতে চরাঞ্চলের ছয় গ্রামের মানুষের উপজেলা সদর ও হারাগাছ পৌর এলাকায় যাতায়াতে দুর্ভোগ দূর হচ্ছে না।
৪ ঘণ্টা আগেপ্রায় দেড় মাস ধরে রাজধানীর ব্যস্ততম এলাকা নীলক্ষেতে প্রধান সড়কের এক পাশের প্রায় পুরোটা বন্ধ করে সুয়ারেজ লাইনের কাজ চলছে। বাকি অংশ দখল করে রেখেছেন হকাররা। বিপরীত সড়কে ডিভাইডার দিয়ে আলাদা লেন করলেও জনদুর্ভোগ কমেনি। এতে দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
৪ ঘণ্টা আগে