Ajker Patrika

ওসির বাড়িতে ডাকাতি, মালামাল লুট

ওসির বাড়িতে ডাকাতি, মালামাল লুট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার। তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামে। গতকাল বুধবার দিবাগত রাতে মহজমপুর গ্রামে পুলিশ পরিচয়ে বাড়িতে প্রবেশ করে হাবিবুল্লাহ সরকারের বড় ভাই ব্যবসায়ী শহিদুল্লাহ সরকারকে কুপিয়ে ও অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নিয়ে যায় একদল ডাকাত।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনার রহস্য উদঘাটনসহ  জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ কর্মকর্তা হাবিবুল্লাহ সরকারের বড় ভাই ব্যবসায়ী শহীদুল্লাহ সরকার আজকের পত্রিকাকে বলেন, তিনি প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে ছিলেন। রাত ২ টার দিকে ১৫-২০ জনের একটি দল পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে। এ সময় তাকে দেখামাত্র ডান হাতে ছুরিকাঘাত করে আহত করেন ডাকাত দলের সদস্যরা। এরপর তাঁকে চাদর পেঁচিয়ে বেঁধে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে সবকটি কক্ষে ভাঙচুর চালিয়ে ৪ ভরি স্বর্ণালংকার, ৭ লাখ টাকাসহ বেশকিছু মালামাল লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র ছিলো। রাতেই ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ব্যবসায়ী শহীদুল্লাহ সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত