Ajker Patrika

আদালত অবমাননার দায়ে বিএনপি নেতা হাবিবের সাজা বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ২০: ২৯
আদালত অবমাননার দায়ে বিএনপি নেতা হাবিবের সাজা বহাল

আদালত অবমাননার দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান ওরফে হাবিবকে হাইকোর্টের দেওয়া পাঁচ মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা বহাল রাখা হয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হাবিবের করা লিভ টু আপিল খারিজ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ রোববার এ আদেশ দেন। 

হাবিবের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। 

এর আগে হাবিবকে পাঁচ মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করে গত ২২ নভেম্বর রায় দেন হাইকোর্ট। পরে রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন হাবিব। সেই সঙ্গে জামিন চান তিনি। লিভ টু আপিলটি গত ১১ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য উঠলে তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ৩ মার্চ শুনানির জন্য পাঠানো হয়। 

এর আগে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামান সম্পর্কে হাবিবের দেওয়া বক্তব্য ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করা হলে তিনি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ পাঠান। হাইকোর্ট হাবিবকে তলব করেন এবং তাঁর বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। 

তলবের পরও হাজির না হওয়ায় গত বছরের ৮ নভেম্বর হাবিবুর রহমান হাবিবকে খুঁজে বের করে হাজিরের নির্দেশ দেন হাইকোর্ট। পরে তাঁকে গ্রেপ্তার করে ২২ নভেম্বর আদালতে হাজির করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত