নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তুরস্কে আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছেন পুলিশের মিশু বিশ্বাস। আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় খেলার নিয়ম অনুযায়ী বিরতিহীনভাবে তিনটি ইভেন্ট সাড়ে ৬ ঘণ্টা ৩৫ মিনিটে শেষ করেন তিনি। এ বছর তিনিই বাংলাদেশের একমাত্র অংশগ্রহণকারী ছিলেন। মিশু বিশ্বাস ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে কর্মরত।
গত রোববার তুরস্কে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতা-২০২১ এ পুলিশ কর্মকর্তা অংশ নেন। প্রতিযোগিতাটি বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং স্পোর্টস ইভেন্ট হিসেবে পরিচিত। এবারের আয়রনম্যান প্রতিযোগিতায় ৮৩টি দেশ থেকে ৩ হাজার ৩০০ প্রতিযোগী অংশ নেন।
খেলার নিয়ম অনুযায়ী সাঁতার ১.৯ কিলোমিটার, সাইক্লিং ৯০ কিলোমিটার ও দৌড় ২১.১ কিলোমিটার মাত্র সাড়ে ৮ ঘণ্টায় শেষ করতে হয়। সেখানে এই পুলিশ কর্মকর্তা সাড়ে ছয় ঘণ্টায় শেষ করেছেন। বাংলাদেশ সিভিল সার্ভিস ও বাংলাদেশ পুলিশের প্রথম কর্মকর্তা হিসেবে এই প্রতিযোগিতা সফলভাবে শেষ করেন তিনি। প্রতিযোগিতায় মিশু বিশ্বাসের সঙ্গে নাভানা গ্রুপ সহযোগী পার্টনার হিসেবে যুক্ত ছিল।
এডিসি মিশু বিশ্বাস এর আগে বঙ্গবন্ধু ম্যারাথন, মেরিন ড্রাইভ ৫০ কিলোমিটার আলট্রা ম্যারাথন, সিঙ্গাপুর হাফ ম্যারাথন ও থাইল্যান্ড ম্যারাথনসহ প্রায় ২০টি হাফ ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিস ও বাংলাদেশ পুলিশে প্রথম কর্মকর্তা হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দেন।
মিশু বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, পুলিশ সদস্য হিসেবে মানুষের সেবা করার পাশাপাশি সাঁতার ও দৌড় আমার পছন্দ। এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে উৎসাহ দেবে। চাকরির পাশাপাশি এসব কার্যক্রমের মাধ্যমে পুলিশের গৌরব বৃদ্ধির জন্য অনুপ্রেরণা দেওয়ায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদসহ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, মিশু বিশ্বাস ৩৩ তম বিসিএস কর্মকর্তা। তিনি ২০১৪ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
তুরস্কে আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছেন পুলিশের মিশু বিশ্বাস। আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় খেলার নিয়ম অনুযায়ী বিরতিহীনভাবে তিনটি ইভেন্ট সাড়ে ৬ ঘণ্টা ৩৫ মিনিটে শেষ করেন তিনি। এ বছর তিনিই বাংলাদেশের একমাত্র অংশগ্রহণকারী ছিলেন। মিশু বিশ্বাস ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে কর্মরত।
গত রোববার তুরস্কে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতা-২০২১ এ পুলিশ কর্মকর্তা অংশ নেন। প্রতিযোগিতাটি বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং স্পোর্টস ইভেন্ট হিসেবে পরিচিত। এবারের আয়রনম্যান প্রতিযোগিতায় ৮৩টি দেশ থেকে ৩ হাজার ৩০০ প্রতিযোগী অংশ নেন।
খেলার নিয়ম অনুযায়ী সাঁতার ১.৯ কিলোমিটার, সাইক্লিং ৯০ কিলোমিটার ও দৌড় ২১.১ কিলোমিটার মাত্র সাড়ে ৮ ঘণ্টায় শেষ করতে হয়। সেখানে এই পুলিশ কর্মকর্তা সাড়ে ছয় ঘণ্টায় শেষ করেছেন। বাংলাদেশ সিভিল সার্ভিস ও বাংলাদেশ পুলিশের প্রথম কর্মকর্তা হিসেবে এই প্রতিযোগিতা সফলভাবে শেষ করেন তিনি। প্রতিযোগিতায় মিশু বিশ্বাসের সঙ্গে নাভানা গ্রুপ সহযোগী পার্টনার হিসেবে যুক্ত ছিল।
এডিসি মিশু বিশ্বাস এর আগে বঙ্গবন্ধু ম্যারাথন, মেরিন ড্রাইভ ৫০ কিলোমিটার আলট্রা ম্যারাথন, সিঙ্গাপুর হাফ ম্যারাথন ও থাইল্যান্ড ম্যারাথনসহ প্রায় ২০টি হাফ ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ সিভিল সার্ভিস ও বাংলাদেশ পুলিশে প্রথম কর্মকর্তা হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দেন।
মিশু বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, পুলিশ সদস্য হিসেবে মানুষের সেবা করার পাশাপাশি সাঁতার ও দৌড় আমার পছন্দ। এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে উৎসাহ দেবে। চাকরির পাশাপাশি এসব কার্যক্রমের মাধ্যমে পুলিশের গৌরব বৃদ্ধির জন্য অনুপ্রেরণা দেওয়ায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদসহ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, মিশু বিশ্বাস ৩৩ তম বিসিএস কর্মকর্তা। তিনি ২০১৪ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২৩ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩০ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে