Ajker Patrika

শ্রীপুরে বিএনপির দোয়া মাহফিলে পুলিশের বাধা

শ্রীপুরে বিএনপির দোয়া মাহফিলে পুলিশের বাধা

গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানে ৪৩তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণের অনুষ্ঠানে বাধা দিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌরশহরের টেংরা মোড়ে এর আয়োজন করা হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করে দেয়।

তবে পুলিশ বলছে, অনুষ্ঠানস্থলে কোনো ঝামেলা হতে পারে এমন শঙ্কায় কোনো ইনডোরে তাদের প্রোগ্রাম করার পরামর্শ দেওয়া হয়েছে। অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এটি সত্য নয়। তবে এ অনুষ্ঠানের জন্য পুলিশের পক্ষ থেকে কোনো অনুমতিও ছিল না।

কেন্দ্রীয় বিএনপি সারা দেশে সভা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের  নির্দেশ দেয়। তার অংশ হিসাবে পৌর বিএনপি এর আয়োজন করে।

পৌর বিএনপির সভাপতি শেখ মারুফ আহম্মেদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের উপস্থিত থাকার কথা ছিল। বিশেষ অতিথি থাকার কথা ছিল গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান ও কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বলেন, কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসাবে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচির অংশ হিসাবে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের।

এটি পূর্ব নির্ধারিত ঘোষিত অনুষ্ঠান। পরে পুলিশ আজ অনুষ্ঠান করতে নিষেধ করে। পরে নিরুপায় হয়ে দুস্থদের জন্য রান্না করা খাবারগুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে। পরে সেখানেই ছোট পরিসরে দোয়ার আয়োজন করা হয়।’

কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘দোয়া ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের মত একটি ভালো কাজও পুলিশের বাধায় বন্ধ করতে হল। এটা প্রমাণ করে দেশে কোনো বাক স্বাধীনতা নাই।’

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘অনুষ্ঠান স্থলে নানা কারণে গ্যাঞ্জাম হতে পারে, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটতে পারে, এমন শঙ্কায় তাদের কোনো ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান করতে বলা হয়েছে।’

তিনি দাবি করেন এমন সভা সেমিনার করতে পুলিশের অনুমতি দরকার হলেও তারা কোনো অনুমতিপত্র দেখাতে পারেনি। তবে তিনি অুষ্ঠান বন্ধ করে দেওয়ার কথা অস্বীকার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত