Ajker Patrika

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১২: ৫৯
শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুর জেলার শিবচরে বাসের ধাক্কায় শহিদ সরদার (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এক্সপ্রেসওয়ের কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

শহিদ সরদার ফরিদপুর জেলার সালথা উপজেলার জগিকান্দা এলাকার মান্নান সরদারের ছেলে।

শিবচর হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে একটি বাস মোটরসাইকেলটিকে পাশ থেকে জোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি ছিটকে সড়কের ডিভাইডারে আছড়ে পড়লে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই চালক নিহত হন। বাসটি দ্রুতগতিতে চলে যাওয়ার কিছুক্ষণ পর সড়কে আগুন দেখে আশপাশের লোকজন দুর্ঘটনাটি দেখতে পায় এবং পুলিশকে জানায়। 

স্থানীয়রা জানান, শহিদ সরদার ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। মোটরসাইকেলটির পাশে আরও একটি হেলমেট পড়ে থাকতে দেখা গেছে। তবে আর কোনো আরোহী ছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি। 

শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ বলেন, ‘খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। তবে কোন পরিবহনের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত