মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে সুজন হাওলাদার (৩৬) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত সুজন হাওলাদার (৩৬) মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা এলাকার মজিদ হাওলাদারের ছেলে। পুরান বাজারের কাঠপট্টি ব্রিজের কাছে তাঁর মুদিদোকান আছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে সুজন বন্ধুদের সঙ্গে শহরের ডিসি ব্রিজ এলাকায় আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ মুখোশধারী বেশ কয়েকজন যুবক এসে সুজনের ওপর হামলা চালায়। এ সময় কুপিয়ে সুজনকে জখম করা হয়। সুজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই গুরুতর আহত অবস্থায় সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত সুজনের বাবা মজিদ হাওলাদার বলেন, ‘হঠাৎ ৮-১০ জন যুবক আমার ছেলের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহিন আরেফিন বলেন, সুজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে।
মাদারীপুরে সুজন হাওলাদার (৩৬) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত সুজন হাওলাদার (৩৬) মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা এলাকার মজিদ হাওলাদারের ছেলে। পুরান বাজারের কাঠপট্টি ব্রিজের কাছে তাঁর মুদিদোকান আছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে সুজন বন্ধুদের সঙ্গে শহরের ডিসি ব্রিজ এলাকায় আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ মুখোশধারী বেশ কয়েকজন যুবক এসে সুজনের ওপর হামলা চালায়। এ সময় কুপিয়ে সুজনকে জখম করা হয়। সুজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই গুরুতর আহত অবস্থায় সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত সুজনের বাবা মজিদ হাওলাদার বলেন, ‘হঠাৎ ৮-১০ জন যুবক আমার ছেলের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহিন আরেফিন বলেন, সুজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে।
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
৩ মিনিট আগেগাইবান্ধায় মসজিদের জায়গা বিক্রি করার কথা বলে নেওয়া ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কৃষক দল নেতা রুহুল আমিন ওরফে আল আমিন ও যুবলীগ নেতা মোমিন মিয়ার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার কলেজ রোড তিনগাছ তলাসংলগ্ন এলাকায় আল্-আকসা জামে মসজিদের সামনে গাইবান্ধ
৫ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আপনারা লিখুন। মন খুলে লিখুন। আমরা কোনো কলম ভেঙে দিইনি, কোনো প্রেসে তালা দিইনি। কোনো গণমাধ্যমকর্মীকে চাকরিচ্যুত করা হলে সেই গণমাধ্যম অফিসের সামনে প্রতিবাদ করুন।’ তবে আওয়ামী লীগ আমলে গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে প্রতিবেদন দেওয়ার জন্য..
৩৯ মিনিট আগেহবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার ওপর দিনে হামলার পর রাতে তাঁর বাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় নেতা-কর্মীরা বিষয়টিকে পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন। হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
৪৪ মিনিট আগে