Ajker Patrika

মেঘনায় চাচার সঙ্গে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
মেঘনায় চাচার সঙ্গে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু 

নারায়ণগঞ্জে মেঘনা নদীতে চাচার সঙ্গে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া চাচা আবদুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বিশনন্দী এলাকায় এই ঘটনা ঘটে। 

মৃতরা হলো উপজেলার বিশনন্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে আদনান হোসেন (৪) ও আবদুল হকের ছেলে আব্দুল্লাহ (৪)। তারা দুজন চাচাতো ভাই। 

নিহতদের পরিবার জানায়, আজ (মঙ্গলবার) দুপুরে চাচা আবদুল আজিজের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে যায় ওই দুই শিশু। গোসলের একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন চাচা নিজেও। খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত এসে শিশুদের খোঁজে নদীতে নামে। 

পরে দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধারের পরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়া শিশুদের চাচা আবদুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা যায়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় তাদের মৃত্যু হয়েছে।’ 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত