Ajker Patrika

হোমনায় শ্বশুরবাড়ির রাস্তা থেকে জামাইয়ের লাশ উদ্ধার

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনায় শ্বশুরবাড়ির রাস্তা থেকে জামাইয়ের লাশ উদ্ধার

কুমিল্লার হোমনায় শ্বশুরবাড়ির রাস্তা থেকে মো. মঙ্গল মিয়া (৪৫) নামের এক জামাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বালুকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

মঙ্গল মিয়া হোমনা উপজেলার দক্ষিণ মণিপুর গ্রামের মো. ধন মিয়ার ছেলে। তাঁর শ্বশুরবাড়ি একই উপজেলার বালুকান্দি গ্রামে। মঙ্গল মিয়ার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন।

মঙ্গল মিয়ার স্ত্রী রিনা আক্তার জানান, রাতে মঙ্গল মিয়া শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গেই ছিলেন। আজ সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হন স্বামী। বেশ কিছুক্ষণপর স্ত্রী জানতে পারেন রাস্তায় তাঁর স্বামীর লাশ পড়ে আছে।

ওসি জয়নাল আবেদীন বলেন, ‘আজ সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করি। এ বিষয়ে নিহতের স্ত্রী রিনাসহ বড় মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের কোনো অভিযোগ নেই। নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি জয়নাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত