চবি প্রতিনিধি
কয়েক দিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অন্তত ৬টি পাহাড় ধসে পড়েছে। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে পড়েছে। এ ছাড়া গ্যাসের লাইনও ফেটে গেছে।
গতকাল রোববার রাতে ক্যাম্পাসের কাটাপাহাড়, শিক্ষক লাউঞ্জের পেছনের পাহাড়, গোলপুকুর, গোডাউন কলোনিসহ বিভিন্ন জায়গায় পাহাড়ধসের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কাটাপাহাড় সড়কের পাশে তিনটি পাহাড় ধসে পড়েছে। এর মধ্যে একটি পাহাড় বড় ধরনের ও দুইটি পাহাড় সামান্য করে ধসে পড়েছে। এতে ধসে পড়া মাটিতে ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জের পেছনের পাহাড় ধসে গ্যাসলাইন ফেটে গ্যাসের গন্ধ সর্বত্র ছড়িয়ে পড়েছে। তবে বড় দুর্ঘটনা ঘটার আগে গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
৩ নম্বর গোডাউন কলোনি এলাকায় একটি পাহাড় ধসে দুটি বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। সমাজবিজ্ঞান অনুষদের পাশের একটি পাহাড় ধসে দুটি গাছ উপড়ে যায়। এ ছাড়া গোলপুকুর এলাকায়ও একটি পাহাড় পুরো ধসে পড়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে রাতে কয়েকটি পাহাড় ধসে পড়েছে। এ কারণে কয়েকটি বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে গেছে। এ ছাড়া এক জায়গায় গ্যাসলাইনও ফেটে গেছে। ধসে পড়া মাটিতে কয়েকটি জায়গা বন্ধ হয়ে গিয়েছিল। আমরা মাটি সরিয়ে ও গাছ কেটে রাস্তা চলাচল উপযোগী করেছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সৈয়দ জাহাঙ্গীর ফজল আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কয়েকটি পাহাড় ধসে পড়েছে। এতে বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে গেছে। তাই বিশ্ববিদ্যালয়ের কিছু অংশে বিদ্যুৎ-সংযোগ নেই। আমরা সব স্বাভাবিক করতে কাজ করছি।’
কয়েক দিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অন্তত ৬টি পাহাড় ধসে পড়েছে। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে পড়েছে। এ ছাড়া গ্যাসের লাইনও ফেটে গেছে।
গতকাল রোববার রাতে ক্যাম্পাসের কাটাপাহাড়, শিক্ষক লাউঞ্জের পেছনের পাহাড়, গোলপুকুর, গোডাউন কলোনিসহ বিভিন্ন জায়গায় পাহাড়ধসের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কাটাপাহাড় সড়কের পাশে তিনটি পাহাড় ধসে পড়েছে। এর মধ্যে একটি পাহাড় বড় ধরনের ও দুইটি পাহাড় সামান্য করে ধসে পড়েছে। এতে ধসে পড়া মাটিতে ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জের পেছনের পাহাড় ধসে গ্যাসলাইন ফেটে গ্যাসের গন্ধ সর্বত্র ছড়িয়ে পড়েছে। তবে বড় দুর্ঘটনা ঘটার আগে গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
৩ নম্বর গোডাউন কলোনি এলাকায় একটি পাহাড় ধসে দুটি বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। সমাজবিজ্ঞান অনুষদের পাশের একটি পাহাড় ধসে দুটি গাছ উপড়ে যায়। এ ছাড়া গোলপুকুর এলাকায়ও একটি পাহাড় পুরো ধসে পড়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে রাতে কয়েকটি পাহাড় ধসে পড়েছে। এ কারণে কয়েকটি বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে গেছে। এ ছাড়া এক জায়গায় গ্যাসলাইনও ফেটে গেছে। ধসে পড়া মাটিতে কয়েকটি জায়গা বন্ধ হয়ে গিয়েছিল। আমরা মাটি সরিয়ে ও গাছ কেটে রাস্তা চলাচল উপযোগী করেছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সৈয়দ জাহাঙ্গীর ফজল আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কয়েকটি পাহাড় ধসে পড়েছে। এতে বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে গেছে। তাই বিশ্ববিদ্যালয়ের কিছু অংশে বিদ্যুৎ-সংযোগ নেই। আমরা সব স্বাভাবিক করতে কাজ করছি।’
চৌগাছায় আসামি ধরতে গিয়ে ওসিসহ পুলিশের সাত সদস্য হামলার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্যে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা মামলার ১৫ আসামিকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ মে) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ ছুমিয়া খানমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর আদালত চত্বরেই আসামিরা উপস্থিত বাদীপক্ষের লোকজনকে
৪০ মিনিট আগেনগরীর মুরাদপুর ও বহদ্দারহাট মোড়ে সংঘর্ষের সময় তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ও পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগেআওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনকে ঢাকার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১ ঘণ্টা আগে