কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদর উপজেলায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির ৬০ জোড়া ইউনিফর্মসহ তিনজন বাংলাদেশিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে রোববার বিকেলে উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ঘাট এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বাসিন্দা শফিকা আক্তার (৩৭), মিনুয়ারা আক্তার (৩৩) ও ১৪ বছরের একটি শিশু। পোশাকের পাশাপাশি তাঁদের কাছে থাকা চারটি মোবাইল ফোন ও ৩৫ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ম ফারুক বলেন, কয়েক মাস ধরে কক্সবাজারে আরাকান আর্মির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তাদের কঠোর নজরদারির ধারাবাহিকতায় র্যাবের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, সদর উপজেলা থেকে কতিপয় দুষ্কৃতকারীর মাধ্যমে আরাকান আর্মির ইউনিফর্ম রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পৌঁছানো হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে খুরুশকুল ইউনিয়নের তেতৈয়াঘাটপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
র্যাব কর্মকর্তা ফারুক জানান, এ সময় দুই নারী ও একটি শিশুকে আটক করা হয়। তাঁদের কাছে আরাকান আর্মির ৬০ জোড়া ইউনিফর্ম পাওয়া যায়। অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে নুর মোহাম্মদ (৫০) নামের একজন পালিয়ে যায়। আটক নারীরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, পলাতক নুর মোহাম্মদের নেতৃত্বে তাঁরা এই ইউনিফর্ম তৈরি করেন এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করেন।
কক্সবাজার সদর উপজেলায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির ৬০ জোড়া ইউনিফর্মসহ তিনজন বাংলাদেশিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে রোববার বিকেলে উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ঘাট এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বাসিন্দা শফিকা আক্তার (৩৭), মিনুয়ারা আক্তার (৩৩) ও ১৪ বছরের একটি শিশু। পোশাকের পাশাপাশি তাঁদের কাছে থাকা চারটি মোবাইল ফোন ও ৩৫ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ম ফারুক বলেন, কয়েক মাস ধরে কক্সবাজারে আরাকান আর্মির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তাদের কঠোর নজরদারির ধারাবাহিকতায় র্যাবের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, সদর উপজেলা থেকে কতিপয় দুষ্কৃতকারীর মাধ্যমে আরাকান আর্মির ইউনিফর্ম রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পৌঁছানো হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে খুরুশকুল ইউনিয়নের তেতৈয়াঘাটপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
র্যাব কর্মকর্তা ফারুক জানান, এ সময় দুই নারী ও একটি শিশুকে আটক করা হয়। তাঁদের কাছে আরাকান আর্মির ৬০ জোড়া ইউনিফর্ম পাওয়া যায়। অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে নুর মোহাম্মদ (৫০) নামের একজন পালিয়ে যায়। আটক নারীরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, পলাতক নুর মোহাম্মদের নেতৃত্বে তাঁরা এই ইউনিফর্ম তৈরি করেন এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করেন।
এবার পানিতে গেল যশোরের মনিরামপুর মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের সাড়ে তিন লাখ টাকা। টিআর ও কলেজ ফান্ডের বরাদ্দের টাকায় নদী খুঁড়ে বালু দিয়ে ভরাটের ১০-১৫ দিনের মাথায় ডুবে গেছে কলেজের মাঠ। এখন কলেজের মাঠে হাঁটুপানি। এ ছাড়া প্রায় এক ফুট পরিমাণ পানিতে ডুবে গেছে ভবনের নিচতলার শ্রেণিকক্ষ।
২ ঘণ্টা আগেচার বছর ধরে বন্ধ এতিমখানার কার্যক্রম। কিন্তু সরকারি বরাদ্দের টাকা তোলা হচ্ছে নিয়মিত। সিরাজগঞ্জের কাজীপুরে একটি এতিমখানার কমিটির লোকজনের বিরুদ্ধে এই টাকা তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামে অবস্থিত এই এতিমখানার নাম ‘মোহাম্মদ আলী শিশুসদন’।
২ ঘণ্টা আগেআইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দিতে পারছে না রাঙামাটি জেলা পরিষদ। পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে নিয়োগ কার্যক্রম। এতে সহকারী ও প্রধান শিক্ষকের হাজারের বেশি পদ শূন্য রয়েছে। শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে। চাপ বেড়েছে শিক্ষকদেরও। পাশাপাশি বঞ্চিত হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগেঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম অভিযান চালিয়ে
৪ ঘণ্টা আগে