কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না। আইন এবং সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সংবিধান সংশোধন করা হয়েছে, সে জন্য তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না।’
আজ মঙ্গলবার উপজেলার চারগাছ এন আই ভূঁইয়া ডিগ্রি কলেজের হলরুমে মুলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ ও সংবিধান অনুযায়ী এই সরকার থাকাবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সন্দেহের কোনো কারণ নাই।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের উন্নয়নই করেন নাই। তিনি দেশের মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছেন। আওয়ামী লীগের একজন কর্মী থাকতে বাংলাদেশকে কেউ বিক্রি করতে পারবে না।’ এ জন্য তিনি নেতা-কর্মীদের জনগণের কাছে গিয়ে নৌকা মার্কার কথা বলতে বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘কারণ, জনগণ চায় ২০৪১ সালে বাংলাদেশ একটা উন্নত দেশ হোক। বিএনপি এবং তাদের দোসররা চায়, বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র হোক। তারা সবকিছু দেখে কিন্তু শয়তানি ভোলে না। তারা সবকিছু শোনে কিন্তু ষড়যন্ত্র ভোলে না।’ এসব ষড়যন্ত্রকারীকে প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
মুলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী ও মুলগ্রাম ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন রুমি। পরে আইনমন্ত্রী উপজেলার মনকাশাইর এলাকায় অবস্থিত দেশের বৃহত্তম আশ্রয়ণ কেন্দ্রের উপকারভোগী বাসিন্দাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না। আইন এবং সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সংবিধান সংশোধন করা হয়েছে, সে জন্য তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না।’
আজ মঙ্গলবার উপজেলার চারগাছ এন আই ভূঁইয়া ডিগ্রি কলেজের হলরুমে মুলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ ও সংবিধান অনুযায়ী এই সরকার থাকাবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সন্দেহের কোনো কারণ নাই।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের উন্নয়নই করেন নাই। তিনি দেশের মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছেন। আওয়ামী লীগের একজন কর্মী থাকতে বাংলাদেশকে কেউ বিক্রি করতে পারবে না।’ এ জন্য তিনি নেতা-কর্মীদের জনগণের কাছে গিয়ে নৌকা মার্কার কথা বলতে বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘কারণ, জনগণ চায় ২০৪১ সালে বাংলাদেশ একটা উন্নত দেশ হোক। বিএনপি এবং তাদের দোসররা চায়, বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র হোক। তারা সবকিছু দেখে কিন্তু শয়তানি ভোলে না। তারা সবকিছু শোনে কিন্তু ষড়যন্ত্র ভোলে না।’ এসব ষড়যন্ত্রকারীকে প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
মুলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী ও মুলগ্রাম ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন রুমি। পরে আইনমন্ত্রী উপজেলার মনকাশাইর এলাকায় অবস্থিত দেশের বৃহত্তম আশ্রয়ণ কেন্দ্রের উপকারভোগী বাসিন্দাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৩৮ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
৪১ মিনিট আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
১ ঘণ্টা আগেসহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
২ ঘণ্টা আগে