নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
হলফনামার তথ্য মিথ্যা দাবি করে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর প্রার্থিতা চ্যালেঞ্জ করলেন একই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সানজীদ রশীদ চৌধুরী। আজ শনিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শিক্ষা উপমন্ত্রীর প্রার্থিতা বাতিলের আপিল করেন সানজীদ রশীদ।
সানজীদ রশীদ বলেন, ‘উনি (মহিবুল হাসান) একজন সম্মানিত মানুষ। উনি নিজের মায়ের বিষয়ে হলফনামা ও মনোনয়নপত্রে মিথ্যা তথ্য দিয়েছেন এবং তথ্য গোপন করেছেন। বিষয়টিসহ আরও কয়েকটি তথ্য উপস্থাপন করে অভিযোগ দিয়েছি। আগামী ১৪ ডিসেম্বর এ বিষয়ে শুনানি হবে।’
নির্বাচন কমিশনে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, ‘মহিবুল হাসান চৌধুরী হলফনামা ও মনোনয়নপত্রে মায়ের নাম হাসিনা মহিউদ্দিন উল্লেখ করলেও বাস্তবে তাঁর মা হলেন শাহেদা মহিউদ্দিন। প্রার্থীর জম্ম তারিখ ১৯৮৩ সালের ২৬ জুলাই। প্রার্থীর বাবা মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরী ১৯৮২ সালের মার্চে শাহেদা আক্তারকে বিয়ে করেন। পরে তিনি শাহেদা মহিউদ্দিন হিসেবে পরিচিতি পান। ১৯৮৬ সালের ১৯ অক্টোবর বোমা হামলায় শাহেদা মহিউদ্দিন মারা যান।’
লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, ‘১৯৮৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে বিয়ে হয় হাসিনা মহিউদ্দিনের। তখন প্রার্থীর বয়স চার বছর ছিল। এ ছাড়া প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানার মধ্যেও গরমিল পাওয়া গেছে।’
সানজীদ রশীদ চৌধুরী জানান, মহিবুল হাসানের মনোনয়নপত্র ও হলফনামায় মা হিসেবে হাসিনা মহিউদ্দিনের নাম উল্লেখ করেছেন। তাঁর গর্ভধারিণী মা হচ্ছেন শাহেদা মহিউদ্দিন। এ বিষয়ে যাবতীয় তথ্য উপাত্ত ও দেশের আইন-কানুনের কপি অভিযোগের কপির সঙ্গে সংযুক্ত করে দিয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি।
ইতিমধ্যে মনোনয়নপত্র বাছাইয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও সানজীদ রশীদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
হলফনামার তথ্য মিথ্যা দাবি করে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর প্রার্থিতা চ্যালেঞ্জ করলেন একই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সানজীদ রশীদ চৌধুরী। আজ শনিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শিক্ষা উপমন্ত্রীর প্রার্থিতা বাতিলের আপিল করেন সানজীদ রশীদ।
সানজীদ রশীদ বলেন, ‘উনি (মহিবুল হাসান) একজন সম্মানিত মানুষ। উনি নিজের মায়ের বিষয়ে হলফনামা ও মনোনয়নপত্রে মিথ্যা তথ্য দিয়েছেন এবং তথ্য গোপন করেছেন। বিষয়টিসহ আরও কয়েকটি তথ্য উপস্থাপন করে অভিযোগ দিয়েছি। আগামী ১৪ ডিসেম্বর এ বিষয়ে শুনানি হবে।’
নির্বাচন কমিশনে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, ‘মহিবুল হাসান চৌধুরী হলফনামা ও মনোনয়নপত্রে মায়ের নাম হাসিনা মহিউদ্দিন উল্লেখ করলেও বাস্তবে তাঁর মা হলেন শাহেদা মহিউদ্দিন। প্রার্থীর জম্ম তারিখ ১৯৮৩ সালের ২৬ জুলাই। প্রার্থীর বাবা মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরী ১৯৮২ সালের মার্চে শাহেদা আক্তারকে বিয়ে করেন। পরে তিনি শাহেদা মহিউদ্দিন হিসেবে পরিচিতি পান। ১৯৮৬ সালের ১৯ অক্টোবর বোমা হামলায় শাহেদা মহিউদ্দিন মারা যান।’
লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, ‘১৯৮৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে বিয়ে হয় হাসিনা মহিউদ্দিনের। তখন প্রার্থীর বয়স চার বছর ছিল। এ ছাড়া প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানার মধ্যেও গরমিল পাওয়া গেছে।’
সানজীদ রশীদ চৌধুরী জানান, মহিবুল হাসানের মনোনয়নপত্র ও হলফনামায় মা হিসেবে হাসিনা মহিউদ্দিনের নাম উল্লেখ করেছেন। তাঁর গর্ভধারিণী মা হচ্ছেন শাহেদা মহিউদ্দিন। এ বিষয়ে যাবতীয় তথ্য উপাত্ত ও দেশের আইন-কানুনের কপি অভিযোগের কপির সঙ্গে সংযুক্ত করে দিয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি।
ইতিমধ্যে মনোনয়নপত্র বাছাইয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও সানজীদ রশীদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১৭ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৫ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৪১ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে