Ajker Patrika

মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার শশীদল রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত অটোরিকশাচালকের নাম মোস্তফা মিয়া (৫৫)। তিনি উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে। তিনি সেনের বাজার আশ্রয়ণ প্রকল্পের ঘরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকাল ১০টার দিকে মোস্তফা মিয়া সেনের বাজারে পশ্চিম পাশে রেললাইনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস শশীদল রেলস্টেশন অতিক্রম করছিল। মুহূর্তের মধ্যে মোস্তফা মিয়া ওই ট্রেনের ধাক্কা লেগে রেললাইনের পাশে ছিটকে পড়লে ঘটনাস্থলেই মারা যায়। 

পরে খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। 

লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসিদ আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত