দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
‘এই সড়ক নিয়ে অনেক আশা ছিল আমাদের। কিন্তু সড়ক নির্মাণকাজে যেই খোয়া দেওয়া হয়েছে তা চুলার লাল মাটির থেকেও নরম। পায়ের গোড়ালির আঘাতেই গুঁড়ো হয়ে যাচ্ছে। এ শুধু খোয়া ভেঙে যাওয়া নয়, আমাদের স্বপ্নও ভেঙে যাচ্ছে এসব অনিয়ম আর দুর্নীতিতে।’
কুমিল্লার দাউদকান্দি উপজেলার চক্রতলা-ভরনপাড়া-চশই সড়ক সংস্কার ও পুনর্নির্মাণ মান নিয়ে কথাগুলো বলছিলেন ওই এলাকার বাসিন্দা ভরপাড়া গ্রামের আবদুল হামিদ ও আবদুল কুদ্দুস।
আজ বুধবার সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে এমনটিই জানা গেছে। শুধু আবদুল হামিদ ও আবদুল কুদ্দুস নয়, মারুকা ইউনিয়ন পরিষদ এলাকার এ সড়ক নিয়ে আরও অনেকের অভিযোগ, রাস্তা তৈরির নামে এখানে চলছে পুকুর চুরি। নিম্নমান ও নম্বরবিহীন এবং রাস্তার পুরোনো এসব ইটের খোয়া ব্যবহার করছে ঠিকাদার। তাঁদের দীর্ঘদিনের স্বপ্ন চোখের সামনে ভেস্তে যাচ্ছে। দেখার কেউ নেই।
স্থানীয়রা জানান, সড়ক সংস্কারে নিম্নমানের ইট ব্যবহার নিয়ে বাধা দিলেও শুনছেন না ঠিকাদারের লোকজন। শাহজাহান নামের এক পথচারী আজকের পত্রিকাকে বলেন, ‘রাস্তার কাজের গতি ধীর। তারপর আবার দেওয়া হচ্ছে নিম্নমানের খোয়া, যা চুলার মাটির চেয়েও নরম। পা দিয়ে চাপ দিলেই ভেঙে যায়। আমাদের এলাকার চুলার মাটিও এসব খোয়ার চেয়ে ভালো।’
অটোরিকশাচালক কবির বলেন, ‘আমাদের দুর্দশা দূর করতে রাস্তা তৈরি হচ্ছে। কিন্তু ঠিকাদারের দুর্নীতির কারণে আমরা এর সুফল থেকে বঞ্চিত হব। নম্বরবিহীন ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ চলছে। এ রাস্তা বেশি দিন টিকবে কীভাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
মারুকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম শাজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি ঠিকাদারের লোকজনকে একাধিকবার বললেও শোনেনি। পরে বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি।’
ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস এন্টারপ্রাইজের মালিক আমিনুল ইসলামকে একাধিকবার মোবাইল ফোন করার পর তিনি বলেন, ‘এ বিষয়ে পরে কথা বলব।’
দাউদকান্দি উপজেলা প্রকৌশলী খন্দকার আফসার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘চক্রতলা-চশই সড়কটি প্রায় ৬৫ লাখ ব্যয়ে সংস্কার কাজ চলছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের মৌখিক অভিযোগ পেয়েছি। সরেজমিনে লোক পাঠিয়েছি। সত্যতা পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
‘এই সড়ক নিয়ে অনেক আশা ছিল আমাদের। কিন্তু সড়ক নির্মাণকাজে যেই খোয়া দেওয়া হয়েছে তা চুলার লাল মাটির থেকেও নরম। পায়ের গোড়ালির আঘাতেই গুঁড়ো হয়ে যাচ্ছে। এ শুধু খোয়া ভেঙে যাওয়া নয়, আমাদের স্বপ্নও ভেঙে যাচ্ছে এসব অনিয়ম আর দুর্নীতিতে।’
কুমিল্লার দাউদকান্দি উপজেলার চক্রতলা-ভরনপাড়া-চশই সড়ক সংস্কার ও পুনর্নির্মাণ মান নিয়ে কথাগুলো বলছিলেন ওই এলাকার বাসিন্দা ভরপাড়া গ্রামের আবদুল হামিদ ও আবদুল কুদ্দুস।
আজ বুধবার সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে এমনটিই জানা গেছে। শুধু আবদুল হামিদ ও আবদুল কুদ্দুস নয়, মারুকা ইউনিয়ন পরিষদ এলাকার এ সড়ক নিয়ে আরও অনেকের অভিযোগ, রাস্তা তৈরির নামে এখানে চলছে পুকুর চুরি। নিম্নমান ও নম্বরবিহীন এবং রাস্তার পুরোনো এসব ইটের খোয়া ব্যবহার করছে ঠিকাদার। তাঁদের দীর্ঘদিনের স্বপ্ন চোখের সামনে ভেস্তে যাচ্ছে। দেখার কেউ নেই।
স্থানীয়রা জানান, সড়ক সংস্কারে নিম্নমানের ইট ব্যবহার নিয়ে বাধা দিলেও শুনছেন না ঠিকাদারের লোকজন। শাহজাহান নামের এক পথচারী আজকের পত্রিকাকে বলেন, ‘রাস্তার কাজের গতি ধীর। তারপর আবার দেওয়া হচ্ছে নিম্নমানের খোয়া, যা চুলার মাটির চেয়েও নরম। পা দিয়ে চাপ দিলেই ভেঙে যায়। আমাদের এলাকার চুলার মাটিও এসব খোয়ার চেয়ে ভালো।’
অটোরিকশাচালক কবির বলেন, ‘আমাদের দুর্দশা দূর করতে রাস্তা তৈরি হচ্ছে। কিন্তু ঠিকাদারের দুর্নীতির কারণে আমরা এর সুফল থেকে বঞ্চিত হব। নম্বরবিহীন ইটের খোয়া দিয়ে রাস্তার কাজ চলছে। এ রাস্তা বেশি দিন টিকবে কীভাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
মারুকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম শাজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি ঠিকাদারের লোকজনকে একাধিকবার বললেও শোনেনি। পরে বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি।’
ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস এন্টারপ্রাইজের মালিক আমিনুল ইসলামকে একাধিকবার মোবাইল ফোন করার পর তিনি বলেন, ‘এ বিষয়ে পরে কথা বলব।’
দাউদকান্দি উপজেলা প্রকৌশলী খন্দকার আফসার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘চক্রতলা-চশই সড়কটি প্রায় ৬৫ লাখ ব্যয়ে সংস্কার কাজ চলছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের মৌখিক অভিযোগ পেয়েছি। সরেজমিনে লোক পাঠিয়েছি। সত্যতা পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৪ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে