নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম কাস্টমসে খেজুর শুল্কায়নে রেফারেন্স ভ্যালু (দাম) দ্বিগুণ করার পাঁচ দিন পর আবার খেজুরের শুল্কায়ন শুরু হয়েছে। আজ সোমবার থেকে উন্নতমানের খেজুর চার ডলার, মাঝারি মানের খেজুর দুই ডলার এবং সাধারণ খেজুর এক ডলার ভ্যালুতে (দাম) এ শুল্কায়ন শুরু হয়। এর আগে কার্টুন আনা খেজুরের ভ্যালু প্রতি কেজি এক ডলার ও বস্তায় আনা খেজুর ৫০ (পঞ্চাশ সেন্ট) শুল্কায়ন হতো।
বিষয়টি নিশ্চিত করে কাস্টমসের শুল্কায়ন গ্রুপ-১ / (এ) এর রাজস্ব কর্মকর্তা হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্তের আলোকে খেজুরের ভ্যালু বাড়ানো হয়েছে। আজ ৩৫ থেকে ৪০ (কনসাইনমেন্ট) চালান শুল্কায়ন সম্পন্ন হয়েছে।’
গত বুধবার থেকে কাস্টমসে শুল্কায়নের ক্ষেত্রে খেজুরের ভ্যালু (দাম) দ্বিগুণ করায় আমদানিকারকের প্রতিনিধি সিঅ্যান্ডএফ এজেন্টরা গতকাল পর্যন্ত খেজুরের শুল্কায়ন বন্ধ রাখে। ফলে রমজানে বিক্রির জন্য আনা প্রায় দুই শতাধিক কন্টেইনার চট্টগ্রাম বন্দরে আটকে যায়।
বাংলাদেশ ফ্রেশ ফুড ইম্পোটার অ্যাসোসিয়েশন সভাপতি মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হয়েছে। আমাদের প্রায় তিন হাজার মেট্রিক টন খেজুর চট্টগ্রাম বন্দরে আটকা পড়েছে। আরও খেজুর আমদানি পাইপ লাইনে রয়েছে। রোজার কথা চিন্তা করে আমরা কাস্টমসের সিদ্ধান্ত মেনে নিয়েছি।’
সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সোনারগাঁও অ্যাসোসিয়েটস লিমিটেডের মালিক মো. বোরহান উদ্দিন সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ আমাদের ১০০টি (৪০ ফুট) খেজুরের কন্টেইনার শুল্কায়ন করা হয়েছে। ফলে বাজারে রোজায় আর খেজুরের সংকট হবে না।’
উল্লেখ্য, খেজুরের আমদানি শুল্ক হার আড়াই কেজির কম ওজনের প্যাকেট ২৫ শতাংশ এবং আড়াই কেজির বেশি ওজনের বস্তা বা কাটুন ১০ শতাংশ হারে বিদ্যমান আছে।
চট্টগ্রাম কাস্টমসে খেজুর শুল্কায়নে রেফারেন্স ভ্যালু (দাম) দ্বিগুণ করার পাঁচ দিন পর আবার খেজুরের শুল্কায়ন শুরু হয়েছে। আজ সোমবার থেকে উন্নতমানের খেজুর চার ডলার, মাঝারি মানের খেজুর দুই ডলার এবং সাধারণ খেজুর এক ডলার ভ্যালুতে (দাম) এ শুল্কায়ন শুরু হয়। এর আগে কার্টুন আনা খেজুরের ভ্যালু প্রতি কেজি এক ডলার ও বস্তায় আনা খেজুর ৫০ (পঞ্চাশ সেন্ট) শুল্কায়ন হতো।
বিষয়টি নিশ্চিত করে কাস্টমসের শুল্কায়ন গ্রুপ-১ / (এ) এর রাজস্ব কর্মকর্তা হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্তের আলোকে খেজুরের ভ্যালু বাড়ানো হয়েছে। আজ ৩৫ থেকে ৪০ (কনসাইনমেন্ট) চালান শুল্কায়ন সম্পন্ন হয়েছে।’
গত বুধবার থেকে কাস্টমসে শুল্কায়নের ক্ষেত্রে খেজুরের ভ্যালু (দাম) দ্বিগুণ করায় আমদানিকারকের প্রতিনিধি সিঅ্যান্ডএফ এজেন্টরা গতকাল পর্যন্ত খেজুরের শুল্কায়ন বন্ধ রাখে। ফলে রমজানে বিক্রির জন্য আনা প্রায় দুই শতাধিক কন্টেইনার চট্টগ্রাম বন্দরে আটকে যায়।
বাংলাদেশ ফ্রেশ ফুড ইম্পোটার অ্যাসোসিয়েশন সভাপতি মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হয়েছে। আমাদের প্রায় তিন হাজার মেট্রিক টন খেজুর চট্টগ্রাম বন্দরে আটকা পড়েছে। আরও খেজুর আমদানি পাইপ লাইনে রয়েছে। রোজার কথা চিন্তা করে আমরা কাস্টমসের সিদ্ধান্ত মেনে নিয়েছি।’
সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সোনারগাঁও অ্যাসোসিয়েটস লিমিটেডের মালিক মো. বোরহান উদ্দিন সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ আমাদের ১০০টি (৪০ ফুট) খেজুরের কন্টেইনার শুল্কায়ন করা হয়েছে। ফলে বাজারে রোজায় আর খেজুরের সংকট হবে না।’
উল্লেখ্য, খেজুরের আমদানি শুল্ক হার আড়াই কেজির কম ওজনের প্যাকেট ২৫ শতাংশ এবং আড়াই কেজির বেশি ওজনের বস্তা বা কাটুন ১০ শতাংশ হারে বিদ্যমান আছে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১১ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১২ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
২৯ মিনিট আগে