চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বর্তমান সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁরই একমাত্র ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিন। গত রোববার যাচাই-বাছাই শেষে দুজনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
জাফর আলম চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এবার দলীয় মনোনয়নবঞ্চিত বাবার সঙ্গে তাঁর ছেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য নির্বাচিত হন জাফর আলম। এর আগে তিনি চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনেও তিনি আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন।
আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা বলছেন, বর্তমান সংসদ সদস্য জাফর আলম দলীয় চাপের কারণে ভোট করতে না পারলে ছেলে নির্বাচনে অংশ নেবেন। এমন কৌশল করে পিতা-পুত্র একসঙ্গে নির্বাচনী মাঠে নেমেছেন। বাবা-ছেলে প্রার্থী হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে নানা আলোচনা চলছে। গত দুদিন ধরে ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিন পৌরশহরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে বর্তমান সংসদ সদস্য জাফর আলমের মোবাইলে একাধিক ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে এ প্রসঙ্গে জাফর আলমের ছেলে স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমদ সিদ্দিকী তুহিন বলেন, ‘আগামী নির্বাচন গ্রহণযোগ্য করতে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। এ আসনে দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের জন্য আমার পরিবার নির্বাচন করছে। শেষ পর্যন্ত কে প্রার্থী থাকছি, তা জানতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচিত হলে মানুষের সুখে-দুঃখে পাশে থাকব।’
এ আসনে পিতা-পুত্র ছাড়া জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এ এইচ সালাহ উদ্দিন মাহমুদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মহাসচিব আবদুল আউয়াল মামুন, ওয়ার্কার্স পার্টির প্রার্থী আবু মোহাম্মদ বশিরুল আলম, জাতীয় পার্টির (জাপা) হোসনে আরা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দীনসহ আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বর্তমান সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁরই একমাত্র ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিন। গত রোববার যাচাই-বাছাই শেষে দুজনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
জাফর আলম চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এবার দলীয় মনোনয়নবঞ্চিত বাবার সঙ্গে তাঁর ছেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য নির্বাচিত হন জাফর আলম। এর আগে তিনি চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনেও তিনি আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন।
আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা বলছেন, বর্তমান সংসদ সদস্য জাফর আলম দলীয় চাপের কারণে ভোট করতে না পারলে ছেলে নির্বাচনে অংশ নেবেন। এমন কৌশল করে পিতা-পুত্র একসঙ্গে নির্বাচনী মাঠে নেমেছেন। বাবা-ছেলে প্রার্থী হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে নানা আলোচনা চলছে। গত দুদিন ধরে ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিন পৌরশহরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে বর্তমান সংসদ সদস্য জাফর আলমের মোবাইলে একাধিক ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে এ প্রসঙ্গে জাফর আলমের ছেলে স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমদ সিদ্দিকী তুহিন বলেন, ‘আগামী নির্বাচন গ্রহণযোগ্য করতে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। এ আসনে দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের জন্য আমার পরিবার নির্বাচন করছে। শেষ পর্যন্ত কে প্রার্থী থাকছি, তা জানতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচিত হলে মানুষের সুখে-দুঃখে পাশে থাকব।’
এ আসনে পিতা-পুত্র ছাড়া জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এ এইচ সালাহ উদ্দিন মাহমুদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মহাসচিব আবদুল আউয়াল মামুন, ওয়ার্কার্স পার্টির প্রার্থী আবু মোহাম্মদ বশিরুল আলম, জাতীয় পার্টির (জাপা) হোসনে আরা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দীনসহ আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৪ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৪ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১০ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৩ মিনিট আগে