Ajker Patrika

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ উল্টে পুকুরে, নিহত ১

 কুমিল্লা প্রতিনিধি 
সিলিন্ডারবাহী পিকআপ উল্টে পুকুরে । ছবি: সংগৃহীত
সিলিন্ডারবাহী পিকআপ উল্টে পুকুরে । ছবি: সংগৃহীত

কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম এলাকায় একটি গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ উল্টে পুকুরে পড়ে গেছে। এ সময় পুকুরে গোসলরত জিসান (১৩) নামের এক কিশোর মারা গেছে। আহত হয়েছে আরও দুজন।

আজ বুধবার বেলা দেড়টার দিকে বরুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া সমাজের মসজিদসংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান বরুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া সমাজের বাসিন্দা ফারুক মিয়ার ছেলে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান, আজ বেলা আনুমানিক দেড়টায় বরুড়া বাজার থেকে একটি পিকআপ ঝলম বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বরুড়া ঝলম সড়ক থেকে সিলিন্ডারবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। তখন পিকাপের নিচে চাপা পড়ে গোসলে থাকা এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একই গ্রামের আক্তার হোসেনের ছেলে মেহেদী হাসান (১১) ও মাসুদ আলমের ছেলে মাহফুজ আলম (৮)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত