Ajker Patrika

মাঝরাতে আগুন, ঘরেই পুড়ে মরলেন অসুস্থ বৃদ্ধা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
মাঝরাতে আগুন, ঘরেই পুড়ে মরলেন অসুস্থ বৃদ্ধা

ষাটোর্ধ্ব দিলসাবা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে আগুন লাগলে বাড়ির সবাই ঘর থেকে বের হয়ে যান। কিন্তু শারীরিক দুর্বলতার কারণে দিলসাবা বের হতে পারেননি। ঘরেই আগুনে দগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। পরে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

কক্সবাজারের চকরিয়া উপজেলা পূর্ব বড় ভেওলার নয়াপাড়া গ্রামের মৃত নুরুল হুদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। দিলসাবা বেগম একই ইউনিয়নের বুড়িরপাড়ার মৃত ফজল করিমের মেয়ে। 

ক্ষতিগ্রস্ত হেফজাতুর করিম বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন টের পেয়ে আমি ও হানিফ কোনো রকম প্রাণ নিয়ে ঘর থেকে বের হতে পারলেও আমার ফুফু দিলসাবা বেগম অসুস্থ মানুষ ঘরে থেকে বের হতে পারেননি। আগুন নিয়ন্ত্রণে আনার পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়।’ 

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. সাইফুল হাসান বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় অগ্নিদগ্ধ দিলসাবা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। আগুনে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ 
 
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাজিব সরকার বলেন, ‘আগুন লাগার পুলিশ, দমকল বাহিনী, স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে নেভানোর পর উদ্ধার করা হয় দগ্ধ বৃদ্ধার মরদেহ।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত