Ajker Patrika

চট্টগ্রামে কলোনি উচ্ছেদে ১৩ কোটি টাকার রেলওয়ের জায়গা দখলমুক্ত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৯: ০১
রেলওয়ের এলাকায় গড়ে ওঠা ১২টি কলোনি উচ্ছেদ করা হয়েছে। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
রেলওয়ের এলাকায় গড়ে ওঠা ১২টি কলোনি উচ্ছেদ করা হয়েছে। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী রেলওয়ে পুরাতন স্টেশনের ময়দান এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান চালান রেলওয়ে কর্তৃপক্ষ। অভিযানে প্রায় ১৩ কোটি টাকা রেলওয়ের জায়গা দখলমুক্ত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারী রেলস্টেশন মাঠসংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম রেলওয়ের সিনিয়র সহকারী সচিব ও চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ের দোহাজারী পুরাতন স্টেশনের ময়দান এলাকায় বিশাল পরিমাণ জায়গা দখল করে কলোনি নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল একশ্রেণির দখলদার। এসব কলোনিতে বাস করে আসছিল রোহিঙ্গারা। এসব অবৈধ দখলদারদের উচ্ছেদে আজ সকালে অভিযান পরিচালিত হয়।

সিনিয়র সহকারী সচিব ও চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা জানান, আজ সকালে পরিচালিত অভিযানে রেলওয়ের ১ দশমিক ৭৮ একর জায়গা উদ্ধার করা হয়। যেখানে ১২টি কলোনি নির্মাণ করে অবৈধভাবে ভাড়া দিয়ে আসছিল একশ্রেণির দখলদাররা। উচ্ছেদে উদ্ধারকৃত ভূমির আনুমানিক মূল্য ১৩ কোটি টাকা। অবৈধ দখলদারদের উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত