প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফেরিঘাটের একটি রাস্তা নির্মাণে বাঁশ ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। এই নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাঁশ ব্যবহারের ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মানুষের মধ্যে সমালোচনার ঝড় ওঠে।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মনতলা-সিতারামপুর ঘাটে ফেরি চলাচলের জন্য সম্প্রতি নির্মাণকাজ শুরু হয়েছে। দুই পাশের রাস্তা নির্মাণের জন্য ইতিমধ্যে ঢালাইয়ের কাজ শুরু করা হয়েছে।
বিআইডব্লিউটিএর নিজস্ব তত্ত্বাবধানে কাজটি করা হচ্ছে। কিন্তু বাঁশ দিয়ে রাস্তা নির্মাণের ফলে অল্প কয়েক দিনের মধ্যেই ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ফেরিঘাটের স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, সাংসদের উদ্যোগে ফেরিঘাটের সংযোগ স্থলে রাস্তাটি করা হচ্ছে। কিন্তু এতে বাঁশ ব্যবহার করা হচ্ছে।
ওই এলাকার আরেক বাসিন্দা তাজুল ইসলাম বলেন, এভাবে রাস্তা নির্মাণ করা হলে মাস দুয়েকের মধ্যেই ভেঙে যাওয়ার আশঙ্কা।
এলাকাবাসীর দাবি, বাঁশ নয় রড দিয়েই করা হোক এই রাস্তা। অন্য বাসিন্দা আবুল হোসেন বলেন, দুই পাশের রাস্তা আরও উঁচু করতে হবে। অন্যথায় রাস্তা মজবুত হবে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ নির্বাহী প্রকৌশলী মো. জহির বলেন, ‘দেশে যত জায়গায় ফেরি স্থাপন করা হয় সকল জায়গায় বাঁশ, ইট, বালু, দিয়ে কাজ করা হয়। এ কাজগুলো নিজস্ব তত্ত্বাবধানে করা হয়।
বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী রবিউল আলম বলেন, ‘নদীপাড়ে আরসিসি ঢালাই করা সম্ভব না। সারা দেশে বিআইডব্লিটিএর যত ফেরিঘাট নির্মাণ করা হয়, তা এভাবে করা হয়। মূলত নরম মাটিতে বাঁশগুলো ব্যবহার করলে অতিরিক্ত লোড নিতে পারে। অর্থাৎ রডের মতো কাজ করে। এভাবেই সারা দেশে নদীর পাড়ের ফেরিঘাটের কাজগুলো করা হয়।’
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফেরিঘাটের একটি রাস্তা নির্মাণে বাঁশ ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। এই নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাঁশ ব্যবহারের ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মানুষের মধ্যে সমালোচনার ঝড় ওঠে।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মনতলা-সিতারামপুর ঘাটে ফেরি চলাচলের জন্য সম্প্রতি নির্মাণকাজ শুরু হয়েছে। দুই পাশের রাস্তা নির্মাণের জন্য ইতিমধ্যে ঢালাইয়ের কাজ শুরু করা হয়েছে।
বিআইডব্লিউটিএর নিজস্ব তত্ত্বাবধানে কাজটি করা হচ্ছে। কিন্তু বাঁশ দিয়ে রাস্তা নির্মাণের ফলে অল্প কয়েক দিনের মধ্যেই ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ফেরিঘাটের স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, সাংসদের উদ্যোগে ফেরিঘাটের সংযোগ স্থলে রাস্তাটি করা হচ্ছে। কিন্তু এতে বাঁশ ব্যবহার করা হচ্ছে।
ওই এলাকার আরেক বাসিন্দা তাজুল ইসলাম বলেন, এভাবে রাস্তা নির্মাণ করা হলে মাস দুয়েকের মধ্যেই ভেঙে যাওয়ার আশঙ্কা।
এলাকাবাসীর দাবি, বাঁশ নয় রড দিয়েই করা হোক এই রাস্তা। অন্য বাসিন্দা আবুল হোসেন বলেন, দুই পাশের রাস্তা আরও উঁচু করতে হবে। অন্যথায় রাস্তা মজবুত হবে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ নির্বাহী প্রকৌশলী মো. জহির বলেন, ‘দেশে যত জায়গায় ফেরি স্থাপন করা হয় সকল জায়গায় বাঁশ, ইট, বালু, দিয়ে কাজ করা হয়। এ কাজগুলো নিজস্ব তত্ত্বাবধানে করা হয়।
বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী রবিউল আলম বলেন, ‘নদীপাড়ে আরসিসি ঢালাই করা সম্ভব না। সারা দেশে বিআইডব্লিটিএর যত ফেরিঘাট নির্মাণ করা হয়, তা এভাবে করা হয়। মূলত নরম মাটিতে বাঁশগুলো ব্যবহার করলে অতিরিক্ত লোড নিতে পারে। অর্থাৎ রডের মতো কাজ করে। এভাবেই সারা দেশে নদীর পাড়ের ফেরিঘাটের কাজগুলো করা হয়।’
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে হস্ত ও কুটিরশিল্প বাণিজ্য মেলার নামে চলা জুয়ার আসর বন্ধ করে দিয়েছে মহানগর পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে মেলাটি বন্ধ করে দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার আজকের পত্রিকার অনলাইনে ‘নামে কুটিরশিল্প মেলা, আড়ালে চলছে জুয়া’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
১২ মিনিট আগেমুন্সিগঞ্জ সদর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নে ইউনিয়নটির মাকাহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সানা মাঝি (৪০)। তিনি মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকাহাটি এলাকার প্রয়াত মোহাম্মদ মাঝির ছেলে
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ধানখেতে পানি ছাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক কৃষক ও তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ। এ সময় পেটের নাড়িভুঁড়ি বের হয়ে মাটিতে পড়ে যায়।
২ ঘণ্টা আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চার যুবক একটি মোটরসাইকেলে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকার সেতুর ওপর পণ্যবাহী একটি ট্রাককে পাশ কাটিয়ে (ওভারটেক) সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। পাশে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৌশিক...
৪ ঘণ্টা আগে