Ajker Patrika

ভারী বর্ষণে পাহাড়ধস, সারা দেশের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৩: ৪১
ভারী বর্ষণে পাহাড়ধস, সারা দেশের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ

খাগড়াছড়ির আলুটিলা সাপমারা এলাকায় পাহাড় ধসে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। তাতে আটকা পড়েছে বহু যানবাহন। আজ শনিবার সকালে খাগড়াছড়ি-আলুটিলা সড়কের সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জাকের হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাতে সারা দেশের সঙ্গে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমাদের খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা ইউনিটের সদস্যরা এসে মাটি সরানোর কাজ শুরু করেছেন। তবে এটা সরাতে সময় লাগবে।’

জাকের হোসেন আরও বলেন, ‘সকাল থেকে মাটি সরানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে জনবল কম থাকায় কাজ শেষ হতে সময় লাগবে।’

এদিকে খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ‘ভোরে মাটি ধসে যান চলাচলে বিঘ্ন হয়। সড়কে প্রচুর মাটি চলে এসেছে। মাটি সরানোর কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে আমাদের লোকজনও যোগ দিয়েছে। সড়ক যান চলাচলের উপযোগী করতে বেশ সময় লাগবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত