চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে গুনবতী কলেজের ক্যাম্পাসে শহীদ মিনার ভাঙচুরের ঘটনার তদন্তে উপজেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি ঘটনার ক্লু খুঁজে বের করতে মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা।
আজ শনিবার চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শহীদ মিনার ভাঙা একটি স্পর্শকাতর বিষয়। আমরা এটিকে খুবই গুরুত্ব দিয়ে দেখছি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
কমিটির আহ্বায়ক উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহাম্মেদ, সদস্যরা হলেন উপজেলা প্রকৌশলী মো. নুরুজ্জামান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন।
গুনবতী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল লতিফ বলেন, শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক সরোয়ার ওসমানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাঁরা তদন্ত প্রতিবেদন জমা দেবেন।
এর আগে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে কলেজ প্রশাসন ও বিএনপির নেতারা পুষ্পমাল্য অর্পণের পর শহীদ মিনার ত্যাগ করেন। এরপর রাতে শহীদ মিনারের দুটি স্তম্ভ ভেঙে ফেলে দুষ্কৃতকারীরা। এতে সকালে সাধারণ শিক্ষার্থীরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেনি এবং প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়নি।
২১ ফেব্রুয়ারি রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে গুনবতী কলেজের ক্যাম্পাসে শহীদ মিনার ভাঙচুরের ঘটনার তদন্তে উপজেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি ঘটনার ক্লু খুঁজে বের করতে মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা।
আজ শনিবার চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শহীদ মিনার ভাঙা একটি স্পর্শকাতর বিষয়। আমরা এটিকে খুবই গুরুত্ব দিয়ে দেখছি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
কমিটির আহ্বায়ক উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহাম্মেদ, সদস্যরা হলেন উপজেলা প্রকৌশলী মো. নুরুজ্জামান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন।
গুনবতী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল লতিফ বলেন, শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক সরোয়ার ওসমানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাঁরা তদন্ত প্রতিবেদন জমা দেবেন।
এর আগে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে কলেজ প্রশাসন ও বিএনপির নেতারা পুষ্পমাল্য অর্পণের পর শহীদ মিনার ত্যাগ করেন। এরপর রাতে শহীদ মিনারের দুটি স্তম্ভ ভেঙে ফেলে দুষ্কৃতকারীরা। এতে সকালে সাধারণ শিক্ষার্থীরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেনি এবং প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়নি।
রাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
১ ঘণ্টা আগেখুলনায় মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন তাঁর সাবেক স্ত্রী জান্নাতী খাতুন মিতুর বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এর আগে গত রোববার (২৭ এপ্রিল) জান্নাতী খাতুন মিতু তাঁর সাবেক স্বামী মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে...
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় রাজধানীর উত্তরায় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের একটি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হলেও তাদের পরিচয় জানা যায়
৩ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণসহ ৪ দফা দাবি ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরির প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
৩ ঘণ্টা আগে