Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় চুলার ধোঁয়া নিয়ে সংঘর্ষ, আহত ২০ 

প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) 
ব্রাহ্মণবাড়িয়ায় চুলার ধোঁয়া নিয়ে সংঘর্ষ, আহত ২০ 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রান্না করার চুলার ধোঁয়া নিয়ে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। ঘটনাটি ঘটেছে উপজেলার কুণ্ডা ইউনিয়নের কুণ্ডা গ্রামে। গত বুধবার ও বৃহস্পতিবার এই দুই দিন থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয়রা বলেন, গত ৮ সেপ্টেম্বর রাতে রুপালী বেগম চুলায় রান্না করছিল। সে সময় চুলার ধোঁয়া যেন পার্শ্ববর্তী বাবর আলীর বাড়িতে না যায় সে বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় নারীসহ তিনজন আহত হয়। তারপরই রুপালী বেগম একই পাড়ায় নিজের বাবার বাড়িতে চলে যান। পরের দিন ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে রুপালীর বাবার বাড়িতেও অতর্কিত হামলা করেন বাবর আলীর লোকজন। এ সময় গ্রামের লোকজন দুই পক্ষকে সমর্থন করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামায়। 

এই সংঘর্ষে আক্কাস আলীর পক্ষের আহত ব্যক্তিরা হলেন, মো. সাজু মিয়া, জুবায়েদ মিয়া, খদিজা বেগম, সুখন ভূঁইয়া, ফয়সল মিয়া, জাহের মিয়া, তাওহিদ মিয়া, রুহেনা বেগম, কামাল ভূঁইয়া, রুপালী আক্তার ও নোয়াব ভূঁইয়া। অপরদিকে বাবর আলীর পক্ষের আহত ব্যক্তিরা হলেন, জুম্মন মিয়া, সায়েদ মিয়া, শরফত আলী, বাবর আলী, শাহজাহান মিয়া, আয়েশা বেগম ও নাহিদা বেগম। 

আক্কাস আলীর মেয়ে রুপালী অভিযোগ করে বলেন, চুলার ধোঁয়া যেন তাদের বাড়িতে না যায় এ নিয়ে আমার ওপর বাবর আলীর লোকজন মারধর করে। পরে আমি ভয়ে বাবার বাড়িতে চলে যাই। সেখানে গিয়েও তারা আমাদের লোকজনদের পিটিয়ে জখম করে। তিনি আরও বলেন, বাবর আলীর দুই ছেলে আমাকে বিবস্ত্র করে পিটিয়ে বাম হাতটি ভেঙে দিয়েছে। আমার ও আমার বোনের কানের ও গলার স্বর্ণের চেইন নিয়ে যায়। 

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, রান্নার চুলার ধোঁয়া নিয়ে আপন দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২০ জন সামান্য আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষই থানায় মামলা করেনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত