Ajker Patrika

মহেশখালীতে নিখোঁজের ২ দিন পর জেলের লাশ উদ্ধার

প্রতিনিধি, মহেশখালী
মহেশখালীতে নিখোঁজের ২ দিন পর জেলের লাশ উদ্ধার

মহেশখালীর কুহেলিয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে মাহবুব (৩০) এর লাশ দুই দিন পর উদ্ধার করেছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই নদীর বহনাকাটা ঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ওই জেলে মাহবুব কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া গ্রামের মোহাম্মদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ওই নদীর দারাখালে ৩ সঙ্গীকে নিয়ে মাহবুব মাছ ধরতে যায়। পরে আবু তালেব, উকিল আহমেদ এবং আলী ফিরে এলেও মাহবুব নিখোঁজ হয়। এ ব্যাপারে পরদিন বুধবার থানায় একটি হারানো ডায়েরি করা হয়।

স্থানীয়রা জানান, আজ সকালে নদীতে একটি লাশ ভাসতে দেখেন তাঁরা। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা মিলে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

স্থানীয়রা আরও জানান, মাহবুব কয়েক বছর থেকে উত্তর নলবিলা গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত