Ajker Patrika

কুমিল্লায় অটোচালককে হত্যার দায়ে ২ যুবকের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় অটোচালককে হত্যার দায়ে ২ যুবকের মৃত্যুদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর এলাকার বাসিন্দা আটো চালক রাসেলকে (১৮) হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আজ রোববার দুপুরে এই রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর রহমান বাহার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাংগড্ডার পাচন্দি গ্রামের আনা মিয়ার ছেলে মো. অলি উল্লাহ অলি (৩০) ও চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর গ্রামের সোলায়মান মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (২৬)। নিহত রাসেল একই এলাকা শুভপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিনের প্রেমিকার কাছে গিয়াস একজন মাদকসেবী এমন অভিযোগ করে সিএনজি চালক রাসেল। এ ঘটনার প্রতিশোধ নিতে গিয়াস উদ্দিন পরিকল্পনা করে।

২০১৭ সালের ১৮ জুন গিয়াস উদ্দিন ও অলি মিলে রাসেলের অটো ভাড়া করে। পরে দিনভর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে তারা কুমিল্লা এয়ারপোর্টের পাশে একটি ঝোপের মধ্যে মাদক সেবন করে। মাদক সেবনের পর রাসেল অচেতন হয়ে গেলে গিয়াস উদ্দিন ও অলি মিলে রাসেলকে শাসরোধ করে হত্যা করে।

এর আগে বিকাশের মাধ্যমে মুক্তিপণের নামে নিহত রাসেলের পরিবার থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। এ ঘটনায় রাসেলের শ্বশুর জয়নাল আবেদীন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর রহমান বাহার আজকের পত্রিকাকে বলেন, মামলার অভিযোগপত্রে চারজন আসামি ছিল। এর মধ্যে একরামুল হক পাগলা নামে এক আসামি মারা যান। শাহিন নামে এক আসামি খালাস পান।

অপর দুই আসামি মো. অলি উল্লাহ অলি ও গিয়াস উদ্দিনকে আদালত মৃত্যুদণ্ড দেন আদালত। মামলায় জামিন নিয়ে মৃত্যুদণ্ড আসামি মো. অলি উল্লাহ অলি পলাতক রয়েছেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত