Ajker Patrika

২৪ ঘণ্টার মধ্যে ক্লাস শুরুসহ তিন দাবি পেশ কুবির ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের

কুবি প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৪: ১২
২৪ ঘণ্টার মধ্যে ক্লাস শুরুসহ তিন দাবি পেশ কুবির ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরুসহ তিন দফা দাবি পেশ করা হয়েছে। আজ রোববার বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের কাছে এই দাবি পেশ করেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। 

সমন্বয়কদের দাবি হলো, ‘রেজিস্ট্রারের দপ্তর থেকে উপাচার্য ও উপ-উপাচার্যের দপ্তরে কোনো নথি আদান-প্রদান হবে না। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক কোনো প্রকার (অনলাইন/অফলাইন) মিটিংয়ে যুক্ত হতে পারবেন না এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশীরের শ্রেণি কার্যক্রম করতে হবে।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের একজন মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, ‘এর আগেও এই শিক্ষকদের নিজেদের কোন্দলের কারণে শিক্ষার্থীদের দীর্ঘদিন ক্লাস পরীক্ষা থেকে দূরে থাকতে হয়েছে। তাঁরা যদি এখনো আবার শিক্ষার্থীদের সঙ্গে এমন করেন, তাহলে আমরা ধরে নেব তাঁরা ফ্যাসিস্টদের দোসর এবং তাঁদের প্রতিহত করতে শিক্ষার্থীরাই পরবর্তী ব্যবস্থা নেবে।’ 

দাবিসমূহের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘আমি নিজেও এই আওয়ামী লীগ সরকারের দ্বারা বারবার বৈষম্যের শিকার হয়েছি। আমার নিজের পদে আমাকে তারা বসতে দেয়নি। আজ আমি আমার পদে শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণেই, আমি শিক্ষার্থীদের সঙ্গে আছি। তাদের দাবিসমূহ সম্পন্ন করতে আমি প্রশাসনিক যত সহযোগিতা প্রয়োজন হবে, সব সহযোগিতা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত