Ajker Patrika

ভিক্ষার টাকায় আইনি লড়াই, তাঁরা ফিরে পেলেন চাকরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ২১: ২০
ভিক্ষার টাকায় আইনি লড়াই, তাঁরা ফিরে পেলেন চাকরি

৪০ জন প্রতিবন্ধী ভিক্ষুককে রাস্তা থেকে এনে চাকরি দিয়েছিল চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সংস্থাটির পরিচ্ছন্নতা বিভাগে তাঁদের চাকরি হয়। ভিক্ষুক পুনর্বাসনের উদ্দেশ্যকে সামনে রেখে এই চাকরি দেওয়া হয়। ভিক্ষাবৃত্তি ছেড়ে তাঁরা চাকরি চালিয়ে যান ১০ বছর। কিন্তু হঠাৎ ২০২১ সালে চলে যায় তাঁদের চাকরি। আবার শুরু হয় মানবেতর জীবন। বাধ্য হয়ে এসব ব্যক্তিকে আবার ফিরতে হয় ভিক্ষাবৃত্তিতে। 

চাকরিচ্যুত ৪০ ব্যক্তির মধ্যে ২৫ জন ভিক্ষাবৃত্তির ফাঁকে চালিয়ে যান চাকরি ফিরে পাওয়ার আইনি লড়াই। ভিক্ষার টাকা জমিয়ে চালানো আইনি লড়াইয়ের পাশাপাশি মানববন্ধন, অবস্থান কর্মসূচি থেকে সংসদ সদস্য-মন্ত্রীর দ্বারেও ঘুরেছেন অনেকে। চাকরি পুনর্বহালের আবেদন করেন মেয়রের কাছেও। কিন্তু সবাই আশ্বাস দিলেও কাজ হয়নি। অবশেষে উচ্চ আদালতের দ্বারস্থ হন তাঁরা। সেখানে আইনি লড়াইয়ে পেয়ে যান জয়। 

উচ্চ আদালতের আদেশে পরিচ্ছন্নতাকর্মী প্রতিবন্ধী এসব ব্যক্তির চাকরিচ্যুতি কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি চাকরিতে পুনর্বহালের আবেদনটি তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার উচ্চ আদালতের বিচারপতি জাফর আহমদ ও বিচারপতি এম বশির উল্লাহর সমন্বয়ে গঠিত উচ্চ আদালতের বেঞ্চ এই রুল এবং নির্দেশনা জারি করেন। 

চাকরিচ্যুত ব্যক্তিদের পক্ষে উচ্চ আদালতে রিটসহ আইনি সহায়তাকারী আইনজীবী হলেন খালেদ সাইফুল্লাহ ও গোলাম মাওলা মুরাদ। তাঁরা জানান, একসময় চট্টগ্রাম সিটি করপোরেশনে চাকরিতে থাকা প্রতিবন্ধী ভিক্ষুকেরা চাকরি চলে যাওয়ার পর পুনর্বহালের আবেদন নিয়ে অনেকের কাছে যান। সব জায়গায় ব্যর্থ হওয়ার পর তাঁরা উচ্চ আদালতে রিট আবেদন করেন। এই রিটের পরিপ্রেক্ষিতে চাকরি পুনর্বহালের আদেশ ও নির্দেশনা আসে।

২০১১ সালে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ৪০ জন প্রতিবন্ধী ভিক্ষুককে দিনে ২০০ টাকা বেতনে চাকরি দেয় সিটি করপোরেশন। কিন্তু ২০২১ সালে কোনো নোটিশ ছাড়াই তাঁদের কাজ থেকে বিরত রাখে চসিকের পরিচ্ছন্ন বিভাগ।

প্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মীদের পক্ষে সব আন্দোলন ও পদক্ষেপে নেতৃত্ব দেওয়া কামাল হোসেন বলেন, ‘আমার দুই পা অচল হওয়ায় হাঁটতে পারি না। হস্তচালিত ভ্যানে চলাফেরা করতে হয়। উচ্চ আদালতের রায়ে আমরা আশায় বুক বেঁধে আছি চাকরি করে পরিবার নিয়ে কোনো রকমে চলার জন্য।’ ২৫ জনের ভিক্ষার টাকা জমিয়ে আইনি লড়াই চালানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত