Ajker Patrika

মোটরসাইকেল চলাচলে নতুন নীতিমালা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১৫: ৫৮
মোটরসাইকেল চলাচলে নতুন নীতিমালা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাজধানীসহ মহাসড়কে প্রস্তাবিত মোটরসাইকেল চলাচল নীতিমালা প্রত্যাহারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছেন মোটরসাইকেলচালকেরা।

আজ শুক্রবার সকালে নগরীর টাউন হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক মোটরসাইকেলচালক তাঁদের মোটরসাইকেল রেখে বিভিন্ন প্লেকার্ড-ফেস্টুন নিয়ে নীতিমালা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে বক্তরা বলেন, সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের খসড়া নীতিমালায় রাজধানীতে মোটরসাইকেল ৩০ কিলোমিটারের গতি ও মহাসড়কে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৬০ কিলোমিটার। যেখানে একটি রিকশার গতিসীমা ৩০ কিলোমিটার, সেখানে বাইকের গতিসীমা ৩০ গ্রহণযোগ্য নয়, যা আমাদের কাছে পুরোপুরি সাংঘর্ষিক ও অবাস্তব মনে হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন মো. মাসুম, শরীফ রাজ খান, এস এম জাকারিয়া, এ আর ফারুকসহ কুমিল্লার বিভিন্ন বাইকার্স ক্লাবের নেতৃবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত