Ajker Patrika

চট্টগ্রাম-৪: ভোট গ্রহণ বন্ধের ৫ মিনিট আগে জাপা প্রার্থী দিদারুলের নির্বাচন বর্জন 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-৪: ভোট গ্রহণ বন্ধের ৫ মিনিট আগে জাপা প্রার্থী দিদারুলের নির্বাচন বর্জন 

ভোট গ্রহণ বন্ধের ৫ মিনিট আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবর শাহ ও পাহাড়তল) আসনের জাপা প্রার্থী দিদারুল কবির দিদার। আজ রোববার বিকেল ৩টা ৫৫ মিনিটে সীতাকুণ্ড প্রেসক্লাবে দলীয় নেতা–কর্মীসহ সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। 

জাপা প্রার্থী দিদারুল কবির দিদার জানান, এবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। সে প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাঁরা। ভোট গ্রহণের সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি থাকায় কোনো ধরনের অনিয়ম হয়নি। তবে বিকেল তিনটার পর গণমাধ্যম কর্মীরা চলে এসে কেন্দ্র দখলের মাধ্যমে ভোট জালিয়াতির মহোৎসবে মেতে ওঠেন আওয়ামী প্রার্থীর নেতা-কর্মীরা। 

তাঁরা নির্বাচনী এলাকার পাহাড়তলী নুরিয়া মাদ্রাসা, জঙ্গল সলিমপুর, পাহাড়তলী রেলওয়ে বালিকা বিদ্যালয়, রাজা কাশেম উচ্চ বিদ্যালয়, ছোট কুমিরা উচ্চ বিদ্যালয়, লতিফা সিদ্দিকী গার্লস কলেজ, হাতিলোটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র সহ দশটি ভোট কেন্দ্র দখল করে নৌকার কর্মী সমর্থকেরা জাল ভোট মারতে শুরু করেন। 

জাপা প্রার্থী দিদারুল কবির আরও বলেন, ‘ভোট গ্রহণের একেবারে শেষ সময়ে এসে আওয়ামী লীগ যে ভোট ডাকাতির মহোৎসবে মেতে উঠেছে, তা দেখে আমি নির্বাক হয়েছি। তিনি প্রহসনের এ নির্বাচনের নিন্দা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’ 
 
বক্তব্যের একপর্যায়ে রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না তা গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি বলেন, জাল ভোট ও কেন্দ্র দখলের বিষয়টি সময় স্বল্পতার কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে তিনি জানাতে পারেননি। এখন গিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ জমা দেবেন তিনি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জাপা প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো লিখিত অভিযোগ তিনি পাননি। তাঁর অভিযোগের বিষয়টিও তিনি আমাকে মুঠোফোনে অবহিত করেননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত