সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
ভোট গ্রহণ বন্ধের ৫ মিনিট আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবর শাহ ও পাহাড়তল) আসনের জাপা প্রার্থী দিদারুল কবির দিদার। আজ রোববার বিকেল ৩টা ৫৫ মিনিটে সীতাকুণ্ড প্রেসক্লাবে দলীয় নেতা–কর্মীসহ সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
জাপা প্রার্থী দিদারুল কবির দিদার জানান, এবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। সে প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাঁরা। ভোট গ্রহণের সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি থাকায় কোনো ধরনের অনিয়ম হয়নি। তবে বিকেল তিনটার পর গণমাধ্যম কর্মীরা চলে এসে কেন্দ্র দখলের মাধ্যমে ভোট জালিয়াতির মহোৎসবে মেতে ওঠেন আওয়ামী প্রার্থীর নেতা-কর্মীরা।
তাঁরা নির্বাচনী এলাকার পাহাড়তলী নুরিয়া মাদ্রাসা, জঙ্গল সলিমপুর, পাহাড়তলী রেলওয়ে বালিকা বিদ্যালয়, রাজা কাশেম উচ্চ বিদ্যালয়, ছোট কুমিরা উচ্চ বিদ্যালয়, লতিফা সিদ্দিকী গার্লস কলেজ, হাতিলোটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র সহ দশটি ভোট কেন্দ্র দখল করে নৌকার কর্মী সমর্থকেরা জাল ভোট মারতে শুরু করেন।
জাপা প্রার্থী দিদারুল কবির আরও বলেন, ‘ভোট গ্রহণের একেবারে শেষ সময়ে এসে আওয়ামী লীগ যে ভোট ডাকাতির মহোৎসবে মেতে উঠেছে, তা দেখে আমি নির্বাক হয়েছি। তিনি প্রহসনের এ নির্বাচনের নিন্দা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’
বক্তব্যের একপর্যায়ে রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না তা গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি বলেন, জাল ভোট ও কেন্দ্র দখলের বিষয়টি সময় স্বল্পতার কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে তিনি জানাতে পারেননি। এখন গিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ জমা দেবেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জাপা প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো লিখিত অভিযোগ তিনি পাননি। তাঁর অভিযোগের বিষয়টিও তিনি আমাকে মুঠোফোনে অবহিত করেননি।’
ভোট গ্রহণ বন্ধের ৫ মিনিট আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবর শাহ ও পাহাড়তল) আসনের জাপা প্রার্থী দিদারুল কবির দিদার। আজ রোববার বিকেল ৩টা ৫৫ মিনিটে সীতাকুণ্ড প্রেসক্লাবে দলীয় নেতা–কর্মীসহ সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
জাপা প্রার্থী দিদারুল কবির দিদার জানান, এবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। সে প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাঁরা। ভোট গ্রহণের সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি থাকায় কোনো ধরনের অনিয়ম হয়নি। তবে বিকেল তিনটার পর গণমাধ্যম কর্মীরা চলে এসে কেন্দ্র দখলের মাধ্যমে ভোট জালিয়াতির মহোৎসবে মেতে ওঠেন আওয়ামী প্রার্থীর নেতা-কর্মীরা।
তাঁরা নির্বাচনী এলাকার পাহাড়তলী নুরিয়া মাদ্রাসা, জঙ্গল সলিমপুর, পাহাড়তলী রেলওয়ে বালিকা বিদ্যালয়, রাজা কাশেম উচ্চ বিদ্যালয়, ছোট কুমিরা উচ্চ বিদ্যালয়, লতিফা সিদ্দিকী গার্লস কলেজ, হাতিলোটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র সহ দশটি ভোট কেন্দ্র দখল করে নৌকার কর্মী সমর্থকেরা জাল ভোট মারতে শুরু করেন।
জাপা প্রার্থী দিদারুল কবির আরও বলেন, ‘ভোট গ্রহণের একেবারে শেষ সময়ে এসে আওয়ামী লীগ যে ভোট ডাকাতির মহোৎসবে মেতে উঠেছে, তা দেখে আমি নির্বাক হয়েছি। তিনি প্রহসনের এ নির্বাচনের নিন্দা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’
বক্তব্যের একপর্যায়ে রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না তা গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি বলেন, জাল ভোট ও কেন্দ্র দখলের বিষয়টি সময় স্বল্পতার কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে তিনি জানাতে পারেননি। এখন গিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ জমা দেবেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জাপা প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো লিখিত অভিযোগ তিনি পাননি। তাঁর অভিযোগের বিষয়টিও তিনি আমাকে মুঠোফোনে অবহিত করেননি।’
সাবেক কৃষিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ মো. আল-আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
১ সেকেন্ড আগেখাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
১১ মিনিট আগেগাইবান্ধায় মসজিদের জায়গা বিক্রি করার কথা বলে নেওয়া ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কৃষক দল নেতা রুহুল আমিন ওরফে আল আমিন ও যুবলীগ নেতা মোমিন মিয়ার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার কলেজ রোড তিনগাছ তলাসংলগ্ন এলাকায় আল্-আকসা জামে মসজিদের সামনে গাইবান্ধ
১৩ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আপনারা লিখুন। মন খুলে লিখুন। আমরা কোনো কলম ভেঙে দিইনি, কোনো প্রেসে তালা দিইনি। কোনো গণমাধ্যমকর্মীকে চাকরিচ্যুত করা হলে সেই গণমাধ্যম অফিসের সামনে প্রতিবাদ করুন।’ তবে আওয়ামী লীগ আমলে গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে প্রতিবেদন দেওয়ার জন্য..
১ ঘণ্টা আগে