রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
পরিবারের কাউকে না জানিয়ে গত তিন দিন আগে দেশে ফেরেন প্রবাসী সাজ্জাদ হোসেন (২২)। ৬ বছর পর দেশে ফেরা সাজ্জাদ আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রাউজান পৌর এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বাইন্যা পুকুরপাড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন সাজ্জাদের ফুপাতো ভাই মো. মিরাজ (১৮)। তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
জানা গেছে, নিহত সাজ্জাদ উপজেলার ৭ নং রাউজান সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মিয়াজান মাঝির বাড়ির মরহুম আব্দুস সালামের ছেলে। চার ভাইয়ের মাঝে সাজ্জাদ তৃতীয়। কয়েক বছর আগে অসুস্থতায় তাঁদের বাবা মারা যান। অন্যদিকে আহত মিরাজ একই ইউনিয়নের পূর্ব রাউজান এলাকার মো. মনছুরের ছেলে। তবে তিনি ছোট থেকেই মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতেন।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে নিহত সাজ্জাদ ও তাঁর ফুপাতো ভাই পৌর এলাকার বাইন্যা পুকুরপাড় হয়ে রাউজান সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন সাজ্জাদ। গুরুতর আহত হন মিরাজ।
নিহত সাজ্জাদের পরিবারের সদস্যরা জানান, সাজ্জাদ ৬ বছর ওমানে ছিল। তাঁর বড় দুই ভাই দুবাই থাকে। গত তিন দিন আগে কাউকে কিছু না জানিয়ে হুট করেই দেশে আসে সাজ্জাদ। এমনকি প্রয়োজনীয় কাপড়ও নিয়ে আসেনি। সকালে জানায় কাপড় কিনতে রাউজান ফকিরহাট যাবে। পরে জানা যায়, দুর্ঘটনা হয়েছে।
এই বিষয়ে রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল আজম বলেন, ‘লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। নিহত সাজ্জাদের পরিবার ময়নাতদন্ত করতে চাচ্ছে না। তাই লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাঁরা চাইলে মামলা করতে পারবেন।’
মো. কামরুল আজম বলেন, ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি আটক করা হয়েছে।
পরিবারের কাউকে না জানিয়ে গত তিন দিন আগে দেশে ফেরেন প্রবাসী সাজ্জাদ হোসেন (২২)। ৬ বছর পর দেশে ফেরা সাজ্জাদ আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রাউজান পৌর এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বাইন্যা পুকুরপাড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন সাজ্জাদের ফুপাতো ভাই মো. মিরাজ (১৮)। তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
জানা গেছে, নিহত সাজ্জাদ উপজেলার ৭ নং রাউজান সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মিয়াজান মাঝির বাড়ির মরহুম আব্দুস সালামের ছেলে। চার ভাইয়ের মাঝে সাজ্জাদ তৃতীয়। কয়েক বছর আগে অসুস্থতায় তাঁদের বাবা মারা যান। অন্যদিকে আহত মিরাজ একই ইউনিয়নের পূর্ব রাউজান এলাকার মো. মনছুরের ছেলে। তবে তিনি ছোট থেকেই মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতেন।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে নিহত সাজ্জাদ ও তাঁর ফুপাতো ভাই পৌর এলাকার বাইন্যা পুকুরপাড় হয়ে রাউজান সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন সাজ্জাদ। গুরুতর আহত হন মিরাজ।
নিহত সাজ্জাদের পরিবারের সদস্যরা জানান, সাজ্জাদ ৬ বছর ওমানে ছিল। তাঁর বড় দুই ভাই দুবাই থাকে। গত তিন দিন আগে কাউকে কিছু না জানিয়ে হুট করেই দেশে আসে সাজ্জাদ। এমনকি প্রয়োজনীয় কাপড়ও নিয়ে আসেনি। সকালে জানায় কাপড় কিনতে রাউজান ফকিরহাট যাবে। পরে জানা যায়, দুর্ঘটনা হয়েছে।
এই বিষয়ে রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল আজম বলেন, ‘লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। নিহত সাজ্জাদের পরিবার ময়নাতদন্ত করতে চাচ্ছে না। তাই লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাঁরা চাইলে মামলা করতে পারবেন।’
মো. কামরুল আজম বলেন, ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি আটক করা হয়েছে।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১৫ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৩ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৩৯ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে