Ajker Patrika

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২৩, ১৫: ৫৮
মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে জান্নাত বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড চর আমিনুল হক গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জান্নাত বেগম ওই গ্রামের আবুল কালামের স্ত্রী। চার মেয়ে ও এক ছেলের জননী তিনি।

স্থানীয়রা জানান, ভোরে বাড়ি থেকে চার-পাঁচটি গরু নিয়ে পাশের মাঠে ঘাস খাওয়ার জন্য রেখে আসেন জান্নাত। সকাল পৌনে ১০টার দিকে বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পর মাঠে থাকা গরু আনতে বাড়ি থেকে ছাতা নিয়ে বের হন জান্নাত। মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় তাঁর ব্যবহৃত ছাতাটি পুড়ে ছাই হয়ে যায়।

চরজব্বার থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে জান্নাতের মাথার ওপর থাকা ছাতাটি পুড়ে যায়। মাথাসহ তাঁর শরীরের ওপরের অংশ পুড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত