কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ফয়সাল (২২) নামের এক তরুণকে হত্যা মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী শেখ মাসুদ ইকবাল মজুমদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন হোমনা উপজেলার রাজনগর গ্রামের মো. ফুল মিঞার ছেলে মো. শামীম মিয়া (২৮) ও একই উপজেলার সাফলেজি গ্রামের মো. বেদন মিয়ার ছেলে মো. দুলাল মিয়া প্রকাশ দুলাল (২৪)।
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার রাজানগর গ্রামে মকবুল হোসেনের ছেলে ফয়সালের সঙ্গে একই গ্রামের মেহেদী আক্তারের বন্ধুত্ব গড়ে ওঠে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ২০২০ সালের ৫ জুন মেহেদী আক্তারের বড় ভাই শামীম ও মামাতো ভাই দুলাল পরিকল্পিতভাবে ফোনকলে তাঁকে ডেকে নেন। পরে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে ফয়সালকে হত্যা করেন এবং ধারালো ছুরি দিয়ে ফয়সালের গলা কেটে স্থানীয় নজরুল ইসলাম গার্লস স্কুলের নির্মাণাধীন ভবনের নিচে মরদেহ লুকিয়ে রাখেন।
এ ঘটনায় নিহত ফয়সালের বাবা মকবুল হোসেন ১৩ জুন নিখোঁজের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ তদন্ত করে ওই তরুণীর বড় ভাই শামীম ও মামাতো ভাই দুলালকে আটক করে। তাঁরা পুলিশের কাছে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁদের দেখানো স্থান থেকে ১২ দিন পর ফয়সালের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ফয়সালের বড় বোন সালমা আক্তার বাদী হয়ে হোমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসলি শেখ মাসুদ ইকবাল মজুমদার বলেন, ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি শামীম মিয়া ও দুলাল মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের মৃত্যুদণ্ড ও জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী বিমল কৃষ্ণ দেবনাথ বলেন, ‘রায়ে আসামিপক্ষ অসন্তুষ্ট ও ক্ষুব্ধ। রায়ের কপি হাতে পেলে শিগগিরই উচ্চ আদালতে আপিল করব।’
কুমিল্লার হোমনায় ফয়সাল (২২) নামের এক তরুণকে হত্যা মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী শেখ মাসুদ ইকবাল মজুমদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন হোমনা উপজেলার রাজনগর গ্রামের মো. ফুল মিঞার ছেলে মো. শামীম মিয়া (২৮) ও একই উপজেলার সাফলেজি গ্রামের মো. বেদন মিয়ার ছেলে মো. দুলাল মিয়া প্রকাশ দুলাল (২৪)।
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার রাজানগর গ্রামে মকবুল হোসেনের ছেলে ফয়সালের সঙ্গে একই গ্রামের মেহেদী আক্তারের বন্ধুত্ব গড়ে ওঠে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ২০২০ সালের ৫ জুন মেহেদী আক্তারের বড় ভাই শামীম ও মামাতো ভাই দুলাল পরিকল্পিতভাবে ফোনকলে তাঁকে ডেকে নেন। পরে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে ফয়সালকে হত্যা করেন এবং ধারালো ছুরি দিয়ে ফয়সালের গলা কেটে স্থানীয় নজরুল ইসলাম গার্লস স্কুলের নির্মাণাধীন ভবনের নিচে মরদেহ লুকিয়ে রাখেন।
এ ঘটনায় নিহত ফয়সালের বাবা মকবুল হোসেন ১৩ জুন নিখোঁজের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ তদন্ত করে ওই তরুণীর বড় ভাই শামীম ও মামাতো ভাই দুলালকে আটক করে। তাঁরা পুলিশের কাছে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁদের দেখানো স্থান থেকে ১২ দিন পর ফয়সালের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ফয়সালের বড় বোন সালমা আক্তার বাদী হয়ে হোমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসলি শেখ মাসুদ ইকবাল মজুমদার বলেন, ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি শামীম মিয়া ও দুলাল মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের মৃত্যুদণ্ড ও জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী বিমল কৃষ্ণ দেবনাথ বলেন, ‘রায়ে আসামিপক্ষ অসন্তুষ্ট ও ক্ষুব্ধ। রায়ের কপি হাতে পেলে শিগগিরই উচ্চ আদালতে আপিল করব।’
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২২ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩০ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে