Ajker Patrika

ভাসানচর থেকে পালিয়ে টেকনাফ শিবিরে ফিরলেন ৩ রোহিঙ্গা

প্রতিনিধি
ভাসানচর থেকে পালিয়ে টেকনাফ শিবিরে ফিরলেন ৩ রোহিঙ্গা

টেকনাফ (কক্সবাজার): ভাসানচর থেকে টেকনাফের উনচিপ্রাং শিবিরে পালিয়ে এসেছেন দুই নারীসহ তিনজন রোহিঙ্গা। গতকাল রোববার দিবাগত রাতেই তারা হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা শিবিরে চলে আসেন।

পালিয়ে আসা রোহিঙ্গারা হলেন, উনছিপ্রাং শিবিরের মো. আলমের কন্যা ফাতেমা আক্তার (১৮), আহমেদ হোছেনের ছেলে মো. হানিফ প্রকাশ জোবায়ের (২২) ও আবুল কালামের কন্যা শফিকা (১৮)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক জানান, দালাল চক্রের মাধ্যমে তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছেন। সেখান থেকে পালিয়ে উনচিপ্রাং ক্যাম্পে বসবাসরত তাদের পরিবারের অন্য সদস্যদের কাছে তারা আশ্রয় নিয়েছেন। এক বছর আগে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার সময় তাদের আটক করেছিল নৌ–বাহিনী। পরে প্রশাসনের হস্তক্ষেপে তাদের ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল। ভাসানচর থেকে আবার পালিয়ে আসার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ক্যাম্প ইনচার্জকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে উনছিপ্রাং ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) রাশেদুল হাসান জানান, মূলত তারা পরিবারের টানে এখানে পালিয়ে এসেছেন। তাদের পুরো পরিবার এই শিবিরে আছেন। এর আগেও নুরুল আমিন নামের এক রোহিঙ্গা চলে এসেছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত