Ajker Patrika

চট্টগ্রামে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে লাশটি উদ্ধার করা হয়।

আজ শনিবার (২১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) ইরফানুর সাজ্জাদ।

এর আগে, ওই দিন কোতোয়ালী থানাধীন নতুন ব্রিজ-নিউমার্কেট সড়কের চামড়ার গুদাম স্লুইচ গেট এলাকা থেকে ওই যুবককে উদ্ধার করে চমেকে আনেন স্থানীয়রা। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সুজন বড়ুয়া (২৫) বোয়ালখালী শাকপুরার বড়ুয়া টেকস্থ সন্তোষ বড়ুয়ার ছেলে।

এসআই ইরফানুর সাজ্জাদ বলেন, ‘রাত ৯টার পরে খবর পেয়ে চমেক হাসপাতালে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করি। মরদেহের ডান পা ভাঙা ও ক্ষতবিক্ষত অবস্থায় ছিল।’ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে কেউ জানাতে পারছেন না। তাঁর দেহ রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়েছিল। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তবে ভাঙা ও ক্ষতবিক্ষত পা দেখে পুলিশ ধারণা করছে, ওই যুবক গাড়িচালকের ডান পাশে বসেছিলেন। এ সময় তাঁর হাঁটু হয়তো বাইরে ছিল। এ অবস্থায় সড়ক বিভাজক কিংবা বিপরীতমুখী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনাটি ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত