Ajker Patrika

চাঁদপুরে পিকনিকে গিয়ে নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ১ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
চাঁদপুরে পিকনিকে গিয়ে নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ১ 

চাঁদপুরের মোহনপুর পর্যটন কেন্দ্রে মেঘনা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিখোঁজ হয়েছে আরও এক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার ইশতিয়াক শামস (১৬)। সে কুষ্টিয়া জেলার চরহাট গ্রামের জিয়াদুল ইসলামের ছেলে। অন্যদিকে একই ঘটনায় নিখোঁজ রয়েছে সুষ্মিত সাহা (১৪)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাইতলা এলাকার সুধাংশু সাহার ছেলে। তারা উভয়েই নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাবুল বালা। 

উপপরিদর্শক বাবুল বালা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে শুনতে পেরেছি একজন হাসপাতালে মারা গেছেন, আরেকজন নিখোঁজ রয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার ইশতিয়াক শামস। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছি।’ 

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, সকালে নারায়ণগঞ্জ থেকে প্রিন্স কামাল ১ লঞ্চে করে মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিকে আসে নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। লঞ্চ থেকে নামার পরপরেই দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা দৌড়ে নদীতে গোসল করতে নামে। প্রধান শিক্ষক এসে সবাইকে উঠিয়ে দিলেও পুনরায় নদীতে নামে তারা। বেলা ১টার দিকে হঠাৎ করেই হাবুডুবু খাওয়া অবস্থায় শামসকে উদ্ধার করে সহপাঠীরা। মুমূর্ষু অবস্থায় থাকে ছ্যাংগারচর বাজারের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। একই সময়ে গোসল করতে নামা সুষ্মিত সাহা নিখোঁজ হয়।

এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাইয়ুম বলেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের একজন শিক্ষার্থী মারা যাওয়ার সংবাদ সঠিক। আরেক শিক্ষার্থীর খোঁজ চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত