Ajker Patrika

সীমান্তে এবার হেলমেট পরা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ও কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ৪০
সীমান্তে এবার হেলমেট পরা লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়া সীমান্তে বালুখালীর একটি খাল থেকে হেলমেট মাথায় দেওয়া অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ২টার দিকে বালুখালী কাস্টমসসংলগ্ন খালের ভেতরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে এ ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।’

ওসি বলেন, ‘মরদেহের মাথায় হেলমেট, হাতে গ্লাভস ও পরনে ছিল সামরিক পোশাক। তাঁর শরীর থেকে দুটি ম্যাগজিন ও ৯৯ রাউন্ড গুলি পাওয়া গেছে।’

স্থানীয় বাসিন্দা ও পুলিশের ধারণা— মরদেহটি মিয়ানমারের সরকারি বাহিনী বা বিদ্রোহী কোনো গোষ্ঠীর সদস্যের হতে পারে।

সরেজমিন দেখা গেছে, খালের কিনারে লাশটি টেনে আনা হয়েছে। তবে তাঁর মুখমণ্ডল ফুলে ওঠায় তাকে চেনা যাচ্ছে না।

এই খালটি বালুখালীর ভেতর থেকে নাফ নদে গিয়ে পড়েছে। রোহিঙ্গা ক্যাম্পের ময়লা পানি ও বর্জ্য এই খালটি দিয়ে নাফ নদে গিয়ে পড়ে। 

এক সপ্তাহ ধরে রাখাইনে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সরকারি বাহিনীর যুদ্ধ চলছে। এর মধ্যে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটল। গতকাল রহমতের বিল থেকে অজ্ঞাত আরেক ব্যক্তির লাশ উদ্ধার করে উখিয়া থানা-পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত