Ajker Patrika

চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করে দুলাল

প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)
চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করে দুলাল

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালীতে চার বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছিল দুলাল। পাঁচ মাস পর ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার প্রমাণ মিলেছে। ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার বিষয়টি উঠে এলে শিশুর পিতা বাদী হয়ে মো. দুলাল মিয়া (২৫) নামের একজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামি মো. দুলাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আসামি মো. দুলাল মিয়া কোনাখালী ইউনিয়নের দক্ষিণ জঙ্গলকাটা গ্রামের আবু তাহেরের ছেলে। আজ মঙ্গলবার তাঁকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 

চকরিয়া থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের দক্ষিণ জঙ্গলকাটা গ্রামে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিকেলে আঞ্জু মিয়ার ৩ বছর ৮ মাস বয়সী কন্যাশিশু নিখোঁজ হয়। নিখোঁজের সাত দিন পর অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি বাড়ির পাশে পুকুরে শিশুটির লাশ ভেসে ওঠে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ওই দিন রাতেই শিশুটির মা অপমৃত্যুর মামলা দায়ের করেন। 

শিশুটির বাবা আঞ্জু মিয়া বলেন, ‘আমার মেয়ের মৃত্যুর কয়েকদিন পর লোকজন বলাবলি শুরু করে, তাকে স্থানীয় দুলাল মিয়া ধর্ষণের পর হত্যা করেছে। এই কথা শোনার পর কথাটি আমলে নিইনি। প্রায় পাঁচ মাস পর ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর নিশ্চিত হলাম, আমার মেয়েকে আসলেই দুলাল ধর্ষণের পর হত্যা করেছে। দুলালের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেছি।’ 

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জুয়েল ইসলাম বলেন, পাঁচ মাস পর থানায় ময়নাতদন্ত প্রতিবেদন এসেছে। ওই শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ঘটনার পর থেকে দুলাল পলাতক থাকায় তাঁর বিষয়ে সন্দেহ তৈরি হয়। অভিযুক্ত দুলালকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ ও হত্যার ধারায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত