কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি নৈশকোচে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রীর মৃত্যুর মামলায় পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
আজ বুধবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহানা সুলতানা এ আদেশ দেন। অন্য দুজন হলেন, যুগ্মসচিব এ কে এম গোলাম কিবরিয়া মজুমদার ও আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম সেলিম।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কাইমুল হক রিংকু আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
সাবেক আইজিপি ও সাবেক যুগ্ম সচিবের আদালতে উপস্থাপনা নিয়ে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। সেনাবাহিনী ও পুলিশের অতিরিক্ত সদস্যরা এ সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। সাবেক আইজিপি ও সাবেক যুগ্ম সচিবকে বেলা ২টায় আদালতে আনার কথা থাকলেও প্রায় আড়াই ঘণ্টা পর তাঁদের আদালতে তোলা হয়।
শুনানি শেষে কুমিল্লা আদালতের পিপি কাইমুল হক রিংকু বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও জহিরুল ইসলাম সেলিমের আবারও ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
কাইমুল হক রিংকু আরও বলেন, মামলায় অভিযুক্তদের সাধারণ অভিযুক্ত হিসেবে আমলে নিয়েই কার্যক্রম পরিচালনার দাবি জানাই। মামলায় আরও যাঁরা আসামি রয়েছেন, তাঁদেরও গ্রেপ্তারের দাবি জানানো হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় আটজনের মৃত্যু হয়। এ ঘটনায় তখন পুলিশের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। তবে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর ১১ সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় পাল্টা মামলা করেন নাশকতা কবলিত ওই বাসের তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবুল খায়ের। বর্তমান মামলাটিতে সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখসহ অন্তত ১৯০ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দেন।
কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি নৈশকোচে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রীর মৃত্যুর মামলায় পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
আজ বুধবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহানা সুলতানা এ আদেশ দেন। অন্য দুজন হলেন, যুগ্মসচিব এ কে এম গোলাম কিবরিয়া মজুমদার ও আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম সেলিম।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কাইমুল হক রিংকু আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
সাবেক আইজিপি ও সাবেক যুগ্ম সচিবের আদালতে উপস্থাপনা নিয়ে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। সেনাবাহিনী ও পুলিশের অতিরিক্ত সদস্যরা এ সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। সাবেক আইজিপি ও সাবেক যুগ্ম সচিবকে বেলা ২টায় আদালতে আনার কথা থাকলেও প্রায় আড়াই ঘণ্টা পর তাঁদের আদালতে তোলা হয়।
শুনানি শেষে কুমিল্লা আদালতের পিপি কাইমুল হক রিংকু বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও জহিরুল ইসলাম সেলিমের আবারও ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
কাইমুল হক রিংকু আরও বলেন, মামলায় অভিযুক্তদের সাধারণ অভিযুক্ত হিসেবে আমলে নিয়েই কার্যক্রম পরিচালনার দাবি জানাই। মামলায় আরও যাঁরা আসামি রয়েছেন, তাঁদেরও গ্রেপ্তারের দাবি জানানো হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় আটজনের মৃত্যু হয়। এ ঘটনায় তখন পুলিশের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। তবে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর ১১ সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় পাল্টা মামলা করেন নাশকতা কবলিত ওই বাসের তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবুল খায়ের। বর্তমান মামলাটিতে সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখসহ অন্তত ১৯০ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২২ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩২ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে