Ajker Patrika

চাঁদপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ছাত্রদল নেতার বাড়ি

চাঁদপুর ও মতলব উত্তর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া ছাত্রদল নেতার বাড়ি। ছবি: আজকের পত্রিকা
চাঁদপুরের মতলব উত্তরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া ছাত্রদল নেতার বাড়ি। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের মতলব উত্তরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়ি পুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবির নামাজের পর রাত ১০টার দিকে জেরিনের বাড়ির পাশে অপরিচিত কয়েকজনকে একটি গাড়িসহ চার-পাঁচটি মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। এর কিছুক্ষণ পর ওই বাড়িতে আগুন লাগে। পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মতলব উত্তর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর নুরুল কবির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু এর আগে ঘরে থাকা সব আসবাব পুড়ে ছাই হয়ে যায়।’

জেরিন বলেন, ‘আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কয়েক দিন ধরে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখি করি। এর সূত্র ধরে আওয়ামী লীগের দোসরেরা আমার বাড়িতে আগুন দিয়েছে।’

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আমি নিজেও গিয়েছি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত