Ajker Patrika

ওয়ার্ড কার্যালয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর, কাউন্সিলর কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ওয়ার্ড কার্যালয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর, কাউন্সিলর কারাগারে

চট্টগ্রাম নগরীতে এক ব্যবসায়ীকে ওয়ার্ড কমিশনার কার্যালয়ে নিয়ে মারধর ও হত্যার হুমকির অভিযোগে ওই ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিমের আদালত অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নুর মোস্তফা টিনু চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ের কাউন্সিলর ও নগর যুবলীগ নেতা।

এর আগে নির্ধারিত দিনে ভুক্তভোগী যুবকের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন কাউন্সিলর টিনু। পরে আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিশান চাকমা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেইট এলাকায় মেহেদী হাসান রাকিব (৩৩) নামে এক ব্যবসায়ীকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে নিয়ে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় পরদিন ৪ মার্চ নগরের পাঁচলাইশ থানায় কাউন্সিলর নুর মোস্তফা টিনুসহ ৬ জনের নামে ও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী। আসামিরা পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটায় বলে এজাহারে অভিযোগ আনা হয়। ওই ঘটনায় তখন পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করে।

স্থানীয় নেতা-কর্মীদের কাছ থেকে জানা গেছে, মামলার বাদী মেহেদী হাসান রাকিব নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারী বলে পরিচিত। অন্যদিকে চকবাজারে আধিপত্য রয়েছে যুবলীগ নেতা ও কাউন্সিলর নুর মোস্তফা টিনু। এই আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের লোকজন চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজসহ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় একাধিকবার সংঘাতে জড়িয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত