Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীকে সমর্থনকারী ভোটারের তালিকা ছিনতাইয়ের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থীকে সমর্থনকারী ভোটারের তালিকা ছিনতাইয়ের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমানকে সমর্থন দেওয়া ভোটারদের সই করা তালিকার একাংশ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ নিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের কাছে মৌখিকভাবে অভিযোগ দেন তিনি। 

ফিরোজুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। তিনি নির্বাচনে অংশ নিতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। 

মৌখিক অভিযোগ পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘ভোটার তালিকার কয়েকটি পাতা ছিনতাই হয়েছে বলে মৌখিকভাবে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান আমাকে জানিয়েছেন। তবে তাঁর কাছে তালিকার অতিরিক্ত কপি আছে বলে জানিয়েছেন।’ 

ফিরোজুর রহমান সাংবাদিকদেরকে বলেন, ‘মোট ভোটার সংখ্যার এক শতাংশ ভোটারের স্বাক্ষরিত একটি তালিকা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। আজ সকালে ভোটারদের তালিকা নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসার পথে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের খালকাটা এলাকায় আমার কর্মী মহিবুর রহমানের কাছ থেকে ২৫০ জন ভোটারের স্বাক্ষরিত একটি তালিকা ছিনতাই করে স্থানীয় কয়েকজন যুবক।’ 

ফিরোজুর রহমান আরও বলেন, ‘বর্তমান সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আবু মূসা আনসারির মদদে আমার ভোটার তালিকা ছিনতাই করা হয়েছে। আমি যেন নির্বাচনে অংশ না নিতে পারি সে জন্যই এটি করা হয়েছে।’ 

ফিরোজুর রহমানের কর্মী মহিবুর রহমান বলেন, ‘আমরা ভোটারদের তালিকা নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলাম। পথিমধ্যে খালকাটা মোড়ের সেতুর ওপর সাত-আট জন আমাদের পথরোধ করেন। এ সময় তাঁরা আমার কাছ থেকে সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরিত তালিকা ছিনতাই করে নিয়ে যান।’ 

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উবায়দুল মোকতাদির চৌধুরীর ব্যক্তিগত সহকারী আবু মূসা আনসারী বলেন, ‘উনি (ফিরোজুর রহমান) একেক সময় একেক কথা বলছেন। একবার বলছেন খালকাটার লোকজন ছিনতাই করেছে। আরেকবার বলছেন আমার লোক নিয়েছে। আমি কেন ছিনতাই করাব?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত