রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার আগে প্রায় ৫ কেজির একটি মৃত কাতলা মাছ উদ্ধার করেছেন স্থানীয়রা। রোববার বেলা তিনটার দিকে হাটহাজারী উপজেলার মাদার্শার মুন্সিমাঝির ঘাটের পাশে নদীতে মৃত কাতলা মাছ ভাসতে দেখে এটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন স্থানীয় ডিম সংগ্রহকারী রোসাঙ্গীর আলম ও মোহাম্মদ আনোয়ার।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন।
এ সময় তিনি জানান, প্রাথমিকভাবে আঘাতের কারণে মাছটি মারা গেছে বলে প্রতীয়মান হয়েছে। মাছের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পচে যাওয়ায় স্থানীয়দের সহযোগিতায় এটিকে পর্যবেক্ষণ শেষে মাটি চাপা দেওয়া হয়।
হালদার ডিম সংগ্রহকারী কয়েকজন বলেন, মা মাছ ডিম ছাড়ার সময় এখন। এই সময়ে মা মাছের মৃত্যুর বিষয়টি স্বাভাবিক নয়। এটা দুঃখজনক ঘটনা। হালদায় এখনো মাছ ধরা বন্ধ হচ্ছে না। অনেকে জাল ফেলে বা বিষ প্রয়োগ করে মাছ ধরছে।
হালদা নদী গবেষক প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, আঘাতের কারণে মাছটি মারা গেছে। হয়তো কেউ ধরতে গিয়ে মাছটিকে আঘাত করেছে। এই সময়ে মা মাছ মারা যাওয়া ক্ষতিকর দিক।
হালদা নদীর আরেক গবেষক ড. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে হালদায় চলছে কার্পজাতীয় মা মাছের ভরা প্রজনন মৌসুম। এই মৌসুমে হালদা নদী থেকে একটি মৃত কাতলা মা মাছ মারা যাওয়া খুবই দুঃখজনক।
কার্পজাতীয় মা মাছ যেন নিরাপদে ডিম ছাড়তে পারে, তাই মা মাছ রক্ষা ও দূষণের থেকে হালদা নদীর জলজ বাস্তুতন্ত্রকে স্বাভাবিক রাখতে হালদা এবং তার শাখাখালগুলোয় প্রশাসনিকভাবে নিয়মিত অভিযান ও স্থানীয়ভাবে নজরদারি বাড়াতে হবে।
চট্টগ্রামের হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার আগে প্রায় ৫ কেজির একটি মৃত কাতলা মাছ উদ্ধার করেছেন স্থানীয়রা। রোববার বেলা তিনটার দিকে হাটহাজারী উপজেলার মাদার্শার মুন্সিমাঝির ঘাটের পাশে নদীতে মৃত কাতলা মাছ ভাসতে দেখে এটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন স্থানীয় ডিম সংগ্রহকারী রোসাঙ্গীর আলম ও মোহাম্মদ আনোয়ার।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন।
এ সময় তিনি জানান, প্রাথমিকভাবে আঘাতের কারণে মাছটি মারা গেছে বলে প্রতীয়মান হয়েছে। মাছের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পচে যাওয়ায় স্থানীয়দের সহযোগিতায় এটিকে পর্যবেক্ষণ শেষে মাটি চাপা দেওয়া হয়।
হালদার ডিম সংগ্রহকারী কয়েকজন বলেন, মা মাছ ডিম ছাড়ার সময় এখন। এই সময়ে মা মাছের মৃত্যুর বিষয়টি স্বাভাবিক নয়। এটা দুঃখজনক ঘটনা। হালদায় এখনো মাছ ধরা বন্ধ হচ্ছে না। অনেকে জাল ফেলে বা বিষ প্রয়োগ করে মাছ ধরছে।
হালদা নদী গবেষক প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, আঘাতের কারণে মাছটি মারা গেছে। হয়তো কেউ ধরতে গিয়ে মাছটিকে আঘাত করেছে। এই সময়ে মা মাছ মারা যাওয়া ক্ষতিকর দিক।
হালদা নদীর আরেক গবেষক ড. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে হালদায় চলছে কার্পজাতীয় মা মাছের ভরা প্রজনন মৌসুম। এই মৌসুমে হালদা নদী থেকে একটি মৃত কাতলা মা মাছ মারা যাওয়া খুবই দুঃখজনক।
কার্পজাতীয় মা মাছ যেন নিরাপদে ডিম ছাড়তে পারে, তাই মা মাছ রক্ষা ও দূষণের থেকে হালদা নদীর জলজ বাস্তুতন্ত্রকে স্বাভাবিক রাখতে হালদা এবং তার শাখাখালগুলোয় প্রশাসনিকভাবে নিয়মিত অভিযান ও স্থানীয়ভাবে নজরদারি বাড়াতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
১ ঘণ্টা আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
২ ঘণ্টা আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
২ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
২ ঘণ্টা আগে