মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় মোহাম্মদ রিয়াজুল ইসলাম সিফাত (১৪) নামের এক মাদ্রাসাছাত্র। খেলার একপর্যায়ে বল ‘হেড’ দেওয়ার পর মাঠেই অচেতন হয়ে পড়ে সে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে পাঁচ দিন ধরে চিকিৎসার পর আজ বুধবার সকালে মারা যায় সিফাত।
চিকিৎসক বলেছেন, হাসপাতালে আনার পর সিফাতের বাঁ হাত ও বাঁ পা অবশ হয়ে যায়। এটি মাথায় আঘাতের পর রক্তক্ষরণের কারণে হতে পারে।
সিফাত চট্টগ্রামের মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সিফাতের বাবা শাহজাহান সাজু একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক হিসেবে চাকরি করেন। তাদের বসতভিটা না থাকায় মিরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ সরকারি আশ্রয়ণ প্রকল্পের ৯৩ নম্বর ঘরে বাবা-মায়ের সঙ্গে থাকত সিফাত।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও মাঠে খেলার সাথিদের কাছ থেকে জানা যায়, গত শুক্রবার সিফাত সহপাঠীদের নিয়ে বিসিক শিল্প অঞ্চলের মাঠে (ওয়ারলেস) ফুটবল খেলতে যায়। খেলার সময় বল মাথায় হেড দেওয়ার পর সে অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে সহপাঠীরা তাকে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকের পরামর্শে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের চিকিৎসক রায়হান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘রিয়াজ উদ্দিন সিফাত বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় মাথায় বল হেড দেওয়ার পর অজ্ঞান হয়ে যায়। পরে হাসপাতালে আনার পর আমি এবং মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ শরফুদ্দিন সিফাতের সংকটাপন্ন অবস্থা দেখতে পাই। ততক্ষণে সিফাতের বাঁ হাত ও বাঁ পা অবশ হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘এটা মাথায় আঘাতের পর রক্তক্ষরণের কারণে হতে পারে। পরে উন্নত চিকিৎসার জন্য সিফাতকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দিয়েছি।’
কিশোর সিফাতের শিক্ষাপ্রতিষ্ঠান মিরসরাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘রিয়াজুল ইসলাম সিফাত অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ক্লাসে লেখাপড়া, ভদ্রতা, নম্রতায় অন্য সবার থেকে আলাদা ছিল সে।’
তিনি আরও বলেন, ‘সিফাতের দুর্ঘটনার খবর শুনে চিকিৎসার জন্য শিক্ষক ও ছাত্ররা মিলে একটি ফান্ড গঠন করেছে। সে টাকা তার পরিবারের হাতে তুলে দিতে আজকে মেডিকেলে যাওয়ার কথা ছিল। আমরা টাকা নিয়ে যাওয়ার আগে তার মৃত্যুর খবর চলে আসে। মাদ্রাসার শিক্ষক, ছাত্র, সহপাঠী সবাই আজ শোকে অশ্রুসিক্ত।’
সিফাতের খালু আমান উল্লাহ আজকের পত্রিকাকে জানান, পাঁচ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর আজ (বুধবার) শেষ নিশ্বাস ত্যাগ করে সিফাত। বাদ জোহর মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবগ্রাম কবরস্থানে তাকে দাফন করা হবে।
চট্টগ্রামের মিরসরাইয়ে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় মোহাম্মদ রিয়াজুল ইসলাম সিফাত (১৪) নামের এক মাদ্রাসাছাত্র। খেলার একপর্যায়ে বল ‘হেড’ দেওয়ার পর মাঠেই অচেতন হয়ে পড়ে সে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে পাঁচ দিন ধরে চিকিৎসার পর আজ বুধবার সকালে মারা যায় সিফাত।
চিকিৎসক বলেছেন, হাসপাতালে আনার পর সিফাতের বাঁ হাত ও বাঁ পা অবশ হয়ে যায়। এটি মাথায় আঘাতের পর রক্তক্ষরণের কারণে হতে পারে।
সিফাত চট্টগ্রামের মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সিফাতের বাবা শাহজাহান সাজু একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক হিসেবে চাকরি করেন। তাদের বসতভিটা না থাকায় মিরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ সরকারি আশ্রয়ণ প্রকল্পের ৯৩ নম্বর ঘরে বাবা-মায়ের সঙ্গে থাকত সিফাত।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও মাঠে খেলার সাথিদের কাছ থেকে জানা যায়, গত শুক্রবার সিফাত সহপাঠীদের নিয়ে বিসিক শিল্প অঞ্চলের মাঠে (ওয়ারলেস) ফুটবল খেলতে যায়। খেলার সময় বল মাথায় হেড দেওয়ার পর সে অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে সহপাঠীরা তাকে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকের পরামর্শে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের চিকিৎসক রায়হান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘রিয়াজ উদ্দিন সিফাত বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় মাথায় বল হেড দেওয়ার পর অজ্ঞান হয়ে যায়। পরে হাসপাতালে আনার পর আমি এবং মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ শরফুদ্দিন সিফাতের সংকটাপন্ন অবস্থা দেখতে পাই। ততক্ষণে সিফাতের বাঁ হাত ও বাঁ পা অবশ হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘এটা মাথায় আঘাতের পর রক্তক্ষরণের কারণে হতে পারে। পরে উন্নত চিকিৎসার জন্য সিফাতকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দিয়েছি।’
কিশোর সিফাতের শিক্ষাপ্রতিষ্ঠান মিরসরাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘রিয়াজুল ইসলাম সিফাত অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ক্লাসে লেখাপড়া, ভদ্রতা, নম্রতায় অন্য সবার থেকে আলাদা ছিল সে।’
তিনি আরও বলেন, ‘সিফাতের দুর্ঘটনার খবর শুনে চিকিৎসার জন্য শিক্ষক ও ছাত্ররা মিলে একটি ফান্ড গঠন করেছে। সে টাকা তার পরিবারের হাতে তুলে দিতে আজকে মেডিকেলে যাওয়ার কথা ছিল। আমরা টাকা নিয়ে যাওয়ার আগে তার মৃত্যুর খবর চলে আসে। মাদ্রাসার শিক্ষক, ছাত্র, সহপাঠী সবাই আজ শোকে অশ্রুসিক্ত।’
সিফাতের খালু আমান উল্লাহ আজকের পত্রিকাকে জানান, পাঁচ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর আজ (বুধবার) শেষ নিশ্বাস ত্যাগ করে সিফাত। বাদ জোহর মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবগ্রাম কবরস্থানে তাকে দাফন করা হবে।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২৩ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩১ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে